বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ৩৫

CMGPublished: 2024-10-18 17:58:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

Ø চীনে শুরু হয়েছে সবচেয়ে বড় বাণিজ্য মেলা ক্যন্টন ফেয়ার

Ø চীন বাংলাদেশ প্রথম এয়ার কার্গো রুট আনুষ্ঠানিক ভাবে চালু

Ø আগামী ৫০ বছরে চীন-বাংলাদেশের সামনে বড় সাফল্যের হাতছানি- বললেন চীনা বিশেষজ্ঞ

Ø রোবটের পদচারণায় মুখর চীনের শিল্প কারখানা

§ চীনে শুরু হয়েছে সবচেয়ে বড় বাণিজ্য মেলা ক্যন্টন ফেয়ার

চীনে শুরু হয়েছে সবচেয়ে বড় বাণিজ্য মেলার আয়োজন ক্যান্টন ফেয়ার। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌতে মঙ্গলবার শুরু হয় ১৩৬তম এই আমদানি ও রপ্তানি মেলা।

প্রতিবছরের মতো এবারও বাণিজ্যমেলাটি চীনের কুয়াংচৌ প্রাদেশিক সরকার এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করছে। তিন পর্বে এবারের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত।

এবারের মেলায় সাড়ে ১৫ লাখ বর্গ মিটার জায়গাজুড়ে করা হয়েছে ৫৫টি প্রদর্শনী এলাকা।

মন্ত্রণালয় বলছে, বিগত বছরের ক্যান্টন ফেয়ারের তুলনায় তিন গুণ বেশি আয়োজনে এবারের সেশনে প্রায় ৩ লাখ ৯০ হাজারেরও বেশি ডিজিটাল এবং স্মার্ট পণ্য প্রদর্শিত হবে। আর ৭৫০টিরও বেশি বাণিজ্য বিষয়ক বিভিন্ন প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হবে। পাশাপাশি এবারের মেলায় অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম আরও উন্নত করা হয়েছে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn