‘বিজনেস টাইম’ পর্ব- ৩৫
চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।
বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:
Ø চীনে শুরু হয়েছে সবচেয়ে বড় বাণিজ্য মেলা ক্যন্টন ফেয়ার
Ø চীন বাংলাদেশ প্রথম এয়ার কার্গো রুট আনুষ্ঠানিক ভাবে চালু
Ø আগামী ৫০ বছরে চীন-বাংলাদেশের সামনে বড় সাফল্যের হাতছানি- বললেন চীনা বিশেষজ্ঞ
Ø রোবটের পদচারণায় মুখর চীনের শিল্প কারখানা
§ চীনে শুরু হয়েছে সবচেয়ে বড় বাণিজ্য মেলা ক্যন্টন ফেয়ার
চীনে শুরু হয়েছে সবচেয়ে বড় বাণিজ্য মেলার আয়োজন ক্যান্টন ফেয়ার। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌতে মঙ্গলবার শুরু হয় ১৩৬তম এই আমদানি ও রপ্তানি মেলা।
প্রতিবছরের মতো এবারও বাণিজ্যমেলাটি চীনের কুয়াংচৌ প্রাদেশিক সরকার এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করছে। তিন পর্বে এবারের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত।
এবারের মেলায় সাড়ে ১৫ লাখ বর্গ মিটার জায়গাজুড়ে করা হয়েছে ৫৫টি প্রদর্শনী এলাকা।
মন্ত্রণালয় বলছে, বিগত বছরের ক্যান্টন ফেয়ারের তুলনায় তিন গুণ বেশি আয়োজনে এবারের সেশনে প্রায় ৩ লাখ ৯০ হাজারেরও বেশি ডিজিটাল এবং স্মার্ট পণ্য প্রদর্শিত হবে। আর ৭৫০টিরও বেশি বাণিজ্য বিষয়ক বিভিন্ন প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হবে। পাশাপাশি এবারের মেলায় অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম আরও উন্নত করা হয়েছে।