বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ৩৫

CMGPublished: 2024-10-18 17:58:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:

Ø চীনে শুরু হয়েছে সবচেয়ে বড় বাণিজ্য মেলা ক্যন্টন ফেয়ার

Ø চীন বাংলাদেশ প্রথম এয়ার কার্গো রুট আনুষ্ঠানিক ভাবে চালু

Ø আগামী ৫০ বছরে চীন-বাংলাদেশের সামনে বড় সাফল্যের হাতছানি- বললেন চীনা বিশেষজ্ঞ

Ø রোবটের পদচারণায় মুখর চীনের শিল্প কারখানা

§ চীনে শুরু হয়েছে সবচেয়ে বড় বাণিজ্য মেলা ক্যন্টন ফেয়ার

চীনে শুরু হয়েছে সবচেয়ে বড় বাণিজ্য মেলার আয়োজন ক্যান্টন ফেয়ার। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌতে মঙ্গলবার শুরু হয় ১৩৬তম এই আমদানি ও রপ্তানি মেলা।

প্রতিবছরের মতো এবারও বাণিজ্যমেলাটি চীনের কুয়াংচৌ প্রাদেশিক সরকার এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করছে। তিন পর্বে এবারের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত।

এবারের মেলায় সাড়ে ১৫ লাখ বর্গ মিটার জায়গাজুড়ে করা হয়েছে ৫৫টি প্রদর্শনী এলাকা।

মন্ত্রণালয় বলছে, বিগত বছরের ক্যান্টন ফেয়ারের তুলনায় তিন গুণ বেশি আয়োজনে এবারের সেশনে প্রায় ৩ লাখ ৯০ হাজারেরও বেশি ডিজিটাল এবং স্মার্ট পণ্য প্রদর্শিত হবে। আর ৭৫০টিরও বেশি বাণিজ্য বিষয়ক বিভিন্ন প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হবে। পাশাপাশি এবারের মেলায় অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম আরও উন্নত করা হয়েছে।

এটি চীনের প্রাচীন একটি মেলা যা ১৯৫৭ সাল থেকে শুরু হয়।

‘সার্ভিং হাই-কোয়ালিটি ডেভলপমেন্ট, প্রোমোটিং হাই লেবেল ওপেনিং আপ’ প্রতিপাদ্যে চলছে এবারের মেলা। যেখানে ২৫০জন খুচরা বিক্রেতা এবং ২৪১টি বহুজাতিক কোম্পানি অংশগ্রহণ করেছে।

আয়োজকরা বলছেন, মেলায় ২০০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১ লাখ ৪৭ হাজার বিদেশি ক্রেতা এসেছেন। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলোও এই মেলায় অংশগ্রহণ করেছে।

মেলার এইপর্বে ৩০ হাজারেরও বেশি প্রদর্শক ১ দশমিক ১৫ মিলিয়ন নতুন পণ্য প্রদর্শন করেছে। সেখানে অনেক নতুন কোম্পানি, পণ্য এবং প্রযুক্তির দেখা মিলছে।

প্রতিবেদন: আফরিন মিম

§ চীন বাংলাদেশ প্রথম এয়ার কার্গো রুট আনুষ্ঠানিক ভাবে চালু

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ চিয়াংসি থেকে বাংলাদেশে প্রথম এয়ার কার্গো রুট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গেল মঙ্গলবার ৫৫টন পোশাক এবং সাধারণ পণ্যদ্রব্য নিয়ে একটি অল-কার্গো বিমান নানছাং শহর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

এই রুটটি প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার জন্য নির্ধারণ করা হয়েছে। প্রধানত সাধারণ পণ্যসামগ্রী, ক্রস বর্ডার/ প্রণালীর দুই পাশের ই-কমার্স পণ্য এবং ভোজ্য তেল জাতীয় পণ্য পরিবহন করে, যা কার্যকরভাবে চিয়াংসি থেকে দক্ষিণ এশিয়ার দেশটিতে এয়ার কার্গোর চাহিদা মেটাতে পারে।

সংশ্লিষ্টরা জানান, এই বিমান রুটটি চালু হওয়ার ফলে চিয়াংসি এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে। পাশাপাশি এই প্রদেশ এবং

বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশ ও অঞ্চলগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার জন্য আরও সুবিধাজনক এবং দক্ষ লজিস্টিক পরিষেবা সরবরাহ বাড়বে।

§ আগামী ৫০ বছরে চীন-বাংলাদেশের সামনে বড় সাফল্যের হাতছানি- বললেন চীনা বিশেষজ্ঞ

সম্প্রতি তিন দিনের সফরে ঢাকায় এসে চীনের বিশিষ্ট অধ্যাপক ড. ইয়াং চিয়ে মিয়ান সিএমজি বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, আগামী ৫০ বছরে চীন ও বাংলাদেশ সামনে বড় সাফল্যের হাতছানি।

§ রোবটের পদচারণায় মুখর চীনের শিল্প কারখানা

চীনে প্রায়ই অনুষ্ঠিত হয় রোবটের মেলা। মেলায় সচরাচর দেখা যায় রোবটগুলো নেচে বা শারীরিক কসরত দেখিয়ে মুগ্ধ করছে আগত অতিথিদের। তবে এবার রোবটের কাজ বেড়েছে বেশি। এখন চীনের বড় শিল্পকারখানাগুলোয় নিয়মিতই দেখা যায় এটা সেটা জিনিসপত্র নিয়ে হেঁটে বেড়াচ্ছে কর্মী রোবট।

চীনের অডি এফএডব্লিউ-এর কারখানায় গেলে দেখা যাবে একটি রোবট সহজেই ১৫ কেজি ওজনের অটো যন্ত্রাংশের একটি ক্রেট নিয়ে হেঁটে বেড়াচ্ছে অবলীলায়। পাকা শ্রমিকের মতো সরু গলি ও বাধা পেরিয়ে জায়গামতো পৌঁছে যাচ্ছে রোবটেরা।

হিউম্যানয়েড রোবটগুলো সত্যিকারের কারখানার ভেতরেই নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ।

শিল্প ও তথ্য প্রযুক্তির সাবেক সহ-মন্ত্রী এবং চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স ন্যাশনাল কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য সু সিয়াওলান বলেছেন, হিউম্যানয়েড রোবট কম্পিউটার, স্মার্টফোন এবং নতুন শক্তির গাড়ির মতো আরেকটি ‘মোড় ঘোরানো’ পণ্য হয়ে উঠবে এ ধরনের শিল্প রোবট।

নেতৃত্বস্থানীয় হিউম্যানয়েড রোবট প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্সের বিপণন পরিচালক হুয়াং চিয়াওয়েই বলেছেন, চীনের হিউম্যানয়েড রোবটগুলো ইতোমধ্যেই সর্বাধিক ঘূর্ণন গতিসহ জয়েন্টগুলোর সক্ষমতা দেখিয়েছে। এ ছাড়া ৩৬০ডিগ্রি ক্যামেরায় এগুলোর দৃষ্টিশক্তিও হয়েছে আরও নিখুঁত।

হুয়াং উল্লেখ করেন, চীনের একটি রোবট সেকেন্ডে ৩ দশমিক ৩ মিটার গতিতে হাঁটতে পারে। যা একটি বিশ্ব রেকর্ড। এই রোবটটি স্থির থেকে ব্যাকফ্লিপও দিতে পারে।

হ্যাংচৌভিত্তিক একটি রোবোটিক্স ফার্ম জানিয়েছিল তাদের জি১ হিউম্যানয়েড রোবটটি আপডেট করা হয়েছে। এখন এর কর্মক্ষমতা ও বাহ্যিক গঠন আরও উন্নত হয়েছে। এর দাম এখন ৯৯ হাজার ইউয়ান বা ১৩ হাজার ৯১০ ডলার, যা টেসলার অপটিমাসের চেয়েও বেশ সাশ্রয়ী।

মার্কেট কনসালটেন্সি প্রতিষ্ঠান কোহেরেন্ট মার্কেট ইনসাইটস অনুসারে, চীনের হিউম্যানয়েড রোবট বাজার দ্রুত বাড়ছে এবং এই বছর এ খাতে বিক্রি হয়েছিল ২৯০ কোটি ডলারের। আশা করা হচ্ছে ২০৩১ সালের মধ্যে প্রায় ৪৬ দশমিক ৩১ বিলিয়নে দাঁড়াবে এ বাজার।

চীনা রোবট কোম্পানি ইউবিটেক-এর ভাইস প্রেসিডেন্ট চিয়াও চিছাও বলেছেন, আগামী তিন বছরের মধ্যেই চীনের কারখানাগুলোয় ছড়িয়ে যাবে হিউম্যানয়েড রোবটের ব্যবহার। তিনি জানান, ওই সময় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের জন্য যন্ত্রাংশ সাজিয়ে গুছিয়ে রাখার রোবট সরবরাহ করবে তার প্রতিষ্ঠান ইউবিটেক।

তিনি আরও জানিয়েছেন, ২০২৭ সালে হিউম্যানয়েড রোবটগুলো অ্যাসেম্বলিংয়ের কাজ এবং সাইট অপারেশনের কাজে ব্যবহার করা হবে। স্বয়ংচালিত শিল্পের পাশাপাশি, কম্পিউটার, যোগাযোগ এবং লজিস্টিক খাতেও এই ধরনের রোবট মোতায়েন করা হবে।

২০৩৩ সালের মধ্যে, চীনের তৈরি হিউম্যানয়েড রোবটগুলো স্মার্টফোন এবং স্মার্টওয়াচের মতো ছোট ও সূক্ষ্ম পণ্যগুলোর অ্যাসেম্বলিংয়ের কাজেও সুচারুভাবে সম্পাদন করবে বলে যোগ করেছেন চিয়া।

এদিকে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্সের প্রেসিডেন্ট মেরিনা বিল জানালেন, ১০ বছর আগে চীনে প্রায় ৬০ হাজার ইন্ডাস্ট্রিয়াল রোবট ইনস্টল করা হয়েছিল। এখন তাদের সংখ্যা ২ লাখ ৯০ হাজারে পৌঁছেছে। মেরিনার মতে, শিল্প রোবটে বিশ্বের আর কোনো দেশে এত দ্রুত উন্নয়ন হয়নি। চীনই এখন বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রোবট বাজার।

প্রতিবেদন: ফয়সল আব্দুল্লাহ

সম্পাদনা: শাহানশাহ রাসেল

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

Share this story on

Messenger Pinterest LinkedIn