বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ৩৫

CMGPublished: 2024-10-18 17:58:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

§ রোবটের পদচারণায় মুখর চীনের শিল্প কারখানা

চীনে প্রায়ই অনুষ্ঠিত হয় রোবটের মেলা। মেলায় সচরাচর দেখা যায় রোবটগুলো নেচে বা শারীরিক কসরত দেখিয়ে মুগ্ধ করছে আগত অতিথিদের। তবে এবার রোবটের কাজ বেড়েছে বেশি। এখন চীনের বড় শিল্পকারখানাগুলোয় নিয়মিতই দেখা যায় এটা সেটা জিনিসপত্র নিয়ে হেঁটে বেড়াচ্ছে কর্মী রোবট।

চীনের অডি এফএডব্লিউ-এর কারখানায় গেলে দেখা যাবে একটি রোবট সহজেই ১৫ কেজি ওজনের অটো যন্ত্রাংশের একটি ক্রেট নিয়ে হেঁটে বেড়াচ্ছে অবলীলায়। পাকা শ্রমিকের মতো সরু গলি ও বাধা পেরিয়ে জায়গামতো পৌঁছে যাচ্ছে রোবটেরা।

হিউম্যানয়েড রোবটগুলো সত্যিকারের কারখানার ভেতরেই নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ।

শিল্প ও তথ্য প্রযুক্তির সাবেক সহ-মন্ত্রী এবং চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স ন্যাশনাল কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য সু সিয়াওলান বলেছেন, হিউম্যানয়েড রোবট কম্পিউটার, স্মার্টফোন এবং নতুন শক্তির গাড়ির মতো আরেকটি ‘মোড় ঘোরানো’ পণ্য হয়ে উঠবে এ ধরনের শিল্প রোবট।

নেতৃত্বস্থানীয় হিউম্যানয়েড রোবট প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্সের বিপণন পরিচালক হুয়াং চিয়াওয়েই বলেছেন, চীনের হিউম্যানয়েড রোবটগুলো ইতোমধ্যেই সর্বাধিক ঘূর্ণন গতিসহ জয়েন্টগুলোর সক্ষমতা দেখিয়েছে। এ ছাড়া ৩৬০ডিগ্রি ক্যামেরায় এগুলোর দৃষ্টিশক্তিও হয়েছে আরও নিখুঁত।

হুয়াং উল্লেখ করেন, চীনের একটি রোবট সেকেন্ডে ৩ দশমিক ৩ মিটার গতিতে হাঁটতে পারে। যা একটি বিশ্ব রেকর্ড। এই রোবটটি স্থির থেকে ব্যাকফ্লিপও দিতে পারে।

হ্যাংচৌভিত্তিক একটি রোবোটিক্স ফার্ম জানিয়েছিল তাদের জি১ হিউম্যানয়েড রোবটটি আপডেট করা হয়েছে। এখন এর কর্মক্ষমতা ও বাহ্যিক গঠন আরও উন্নত হয়েছে। এর দাম এখন ৯৯ হাজার ইউয়ান বা ১৩ হাজার ৯১০ ডলার, যা টেসলার অপটিমাসের চেয়েও বেশ সাশ্রয়ী।

মার্কেট কনসালটেন্সি প্রতিষ্ঠান কোহেরেন্ট মার্কেট ইনসাইটস অনুসারে, চীনের হিউম্যানয়েড রোবট বাজার দ্রুত বাড়ছে এবং এই বছর এ খাতে বিক্রি হয়েছিল ২৯০ কোটি ডলারের। আশা করা হচ্ছে ২০৩১ সালের মধ্যে প্রায় ৪৬ দশমিক ৩১ বিলিয়নে দাঁড়াবে এ বাজার।

চীনা রোবট কোম্পানি ইউবিটেক-এর ভাইস প্রেসিডেন্ট চিয়াও চিছাও বলেছেন, আগামী তিন বছরের মধ্যেই চীনের কারখানাগুলোয় ছড়িয়ে যাবে হিউম্যানয়েড রোবটের ব্যবহার। তিনি জানান, ওই সময় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের জন্য যন্ত্রাংশ সাজিয়ে গুছিয়ে রাখার রোবট সরবরাহ করবে তার প্রতিষ্ঠান ইউবিটেক।

তিনি আরও জানিয়েছেন, ২০২৭ সালে হিউম্যানয়েড রোবটগুলো অ্যাসেম্বলিংয়ের কাজ এবং সাইট অপারেশনের কাজে ব্যবহার করা হবে। স্বয়ংচালিত শিল্পের পাশাপাশি, কম্পিউটার, যোগাযোগ এবং লজিস্টিক খাতেও এই ধরনের রোবট মোতায়েন করা হবে।

২০৩৩ সালের মধ্যে, চীনের তৈরি হিউম্যানয়েড রোবটগুলো স্মার্টফোন এবং স্মার্টওয়াচের মতো ছোট ও সূক্ষ্ম পণ্যগুলোর অ্যাসেম্বলিংয়ের কাজেও সুচারুভাবে সম্পাদন করবে বলে যোগ করেছেন চিয়া।

এদিকে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্সের প্রেসিডেন্ট মেরিনা বিল জানালেন, ১০ বছর আগে চীনে প্রায় ৬০ হাজার ইন্ডাস্ট্রিয়াল রোবট ইনস্টল করা হয়েছিল। এখন তাদের সংখ্যা ২ লাখ ৯০ হাজারে পৌঁছেছে। মেরিনার মতে, শিল্প রোবটে বিশ্বের আর কোনো দেশে এত দ্রুত উন্নয়ন হয়নি। চীনই এখন বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রোবট বাজার।

প্রতিবেদন: ফয়সল আব্দুল্লাহ

সম্পাদনা: শাহানশাহ রাসেল

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn