‘বিজনেস টাইম’ পর্ব- ২১
সম্মেলনে চীনা ভাইস মিনিস্টার অব কমার্স জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের চীন বাংলাদেশ দ্বিপক্ষীয় সফর আরও গভীর হবে। তিনি বলেন,
‘’ টানা ১৩ বছর ধরে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার বিগত বছরে ৩০০ ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে।বাংলাদেশের সঙ্গে দীর্ঘসময় সহযোগিতা করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।“
শেখ হাসিনা বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত অগ্রগতি ও নিরন্তর উন্নয়নের জন্য আমাদের মিলিত দৃষ্টিভঙ্গি দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি গঠন করেছে।’
চীনা ব্যবসায়ীদের বাংলাদেশ সফর করে সম্ভাবনাগুলো খুঁজে দেখা ও বাংলাদেশের জনগণের উষ্ণ আতিথেয়তার অভিজ্ঞতা নেওয়ার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
সম্মেলনটি বেইজিংয়ে চায়না ওয়ার্ল্ড সামিট উইংয়ের শাংগ্রি-লা সার্কেলে বাংলাদেশ দূতাবাস, বিডা, বিএসইসি ও সিসিপিআইটি যৌথভাবে আয়োজন করে। সম্মেলনে দুদেশের ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে ১৬ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। যেখানে চারটি সমঝোতা স্মারক থেকে ৪৯ কোট ডলারের বিনিয়োগ আসবে।
।। প্রতিবেদন: শাহানশাহ রাসেল
।। সম্পাদনা: ফয়সল আব্দুল্লাহ
বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে চীনা কম্পানীগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে ১৬ টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
বেইজিংয়ে বাংলাদেশ-চীন বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে চীনা কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ১৬টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যেখানে বাংলাদেশ চারটি সমঝোতা স্মারকের অধীনে পাবে ৪৯ কোটি ডলারের বিনিয়োগ।
চীনা কোম্পানিগুলো বাংলাদেশের টেক্সটাইল, ইলেকট্রিক যান, সৌরবিদ্যুৎ, আর্থিক ও প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে।
বাংলাদেশি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো হলো—
১। নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণে একটি পরবর্তী প্রজন্মের ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম তৈরিতে ৫ কোটি ডলারের বিনিয়োগ
২। 'বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ডিজিটাল ট্রান্সফরমেশন প্রজেক্ট' এ ডেক্স বাংলাদেশ টেক লিমিটেড এবং হুয়াওয়ে টেকনোলজিস ২ কোটি ডলারের বিনিয়োগ আসবে।
৩। দেশবন্ধু গ্রুপ, কেমটেক্স এবং চায়না কেমিক্যাল সিএনসিসির মধ্যে চীন থেকে বাংলাদেশে ৪০ কোটি ডলার বিনিয়োগ আসবে।
৪। চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি) এবং নিংবো সিসিং কোম্পানি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে বিনিয়োগ
৫। বৈদ্যুতিক গাড়ি নির্মাণের বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড সাথে সিএইচটিসি ইন্টেলিজেন্ট ইভি কোম্পানির সাথে সমঝোতা স্মারক
৬। সিলেটে সোলার পার্ক স্থাপনে বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড সাথে নিংবো সান ইস্ট সোলার কো. লি. একটি জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।