বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ২১

CMGPublished: 2024-07-12 20:29:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

৭। নবায়নযোগ্য শক্তি শিল্পে বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড সাথে হেশেং সিলিকন ইন্ডাস্ট্রি কোম্পানি বিনিয়োগের করবে।

৮। বিলিয়ন-১০ কমিউনিকেশনস লিমিটেড এবং চংখে কুয়োরই (চুহাই) নিউ ম্যাটেরিয়াল টেকনোলজি কো. লি. বাংলাদেশের বর্জ্য লুব্রিকেন্ট তেল পুনরুদ্ধার এবং পরিশোধন শিল্পে বিনিয়োগের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

৯। ই.বি সলিউশন লিমিটেড এবং হংচি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড ঢাকা সিটি মোবাইল প্রজেক্টে বিনিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

১০। ই.বি সলিউশন লিমিটেড এবং নিংবো শেরিং নিউ এনার্জি টেকনোলজি লিমিটেড বাংলাদেশের স্মার্ট কোল্ড চেইন লজিস্টিক সলিউশন খাতে বিনিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

১১। কারিগরি ও আর্থিক বিনিয়োগ সহযোগিতার সমঝোতা স্মারকের অধীনে নদী ও সড়কপথে সিএনজি পরিবহনের জন্য বাংলাদেশে ২ কোটি ডলার বিনিয়োগ আসবে। ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি এবং শিচিয়াচুয়াং এনরিক গ্যাস ইকুইপমেন্ট কো. লি.-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

১২। চিবো চিনহুয়াথেং পেপার মেশিনারি কো লি.- নিটল নিলয় গ্রুপের সাথে যৌথভাবে বাংলাদেশে কাগজের যন্ত্রপাতি খাতে বিনিয়োগ করবে। উভয় পক্ষ এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

১৩। নিটল নিলয় গ্রুপের সহযোগিতায় চীনা কোম্পানি চেংচৌ তংফেং মিড-সাউথ এন্টারপ্রাইজ কোম্পানি বাংলাদেশে টিবিআর টায়ার প্রকল্পে বিনিয়োগ করবে।

১৪। চীনা কোম্পানি শানতোং সুনাইট মেশিনারি এবং নিটল নিলয় গ্রুপ বাংলাদেশের এরেটেড অটোক্লেভ কংক্রিট (এএসি) ব্লকে বিনিয়োগের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

১৫। চীনা কোম্পানি তালিয়াম হুয়াহান রাবার অ্যান্ড প্লাস্টিক মেশিনারি নিটল নিলয় গ্রুপের সঙ্গে বাংলাদেশের রাবার মেশিনারিতে বিনিয়োগ করবে।

১৬। নিটল নিলয় গ্রুপের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি এবং বৈদ্যুতিক যানবাহনে বিনিয়োগ করবে চীনা কোম্পানি জেপি টেকনোলজি (আনহুই) কোম্পানি লিমিটেড।

।। প্রতিবেদন: ফয়সল আব্দুল্লাহ

।। সম্পাদনা: শাহানশাহ রাসেল

চীনের বাণিজ্য মেলায় প্রায় ৮৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর

চলতি বছরের ৩০তম চায়না ল্যানচৌ বিনিয়োগ ও বাণিজ্য মেলায় ৮৪দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা গেল বছরের বাণিজ্য মেলার তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বুধবার উত্তর-পশ্চিম চীনের কানসু প্রদেশে শেষ হয়েছে ৩০তম চায়না ল্যানচৌ বিনিয়োগ ও বাণিজ্য মেলা। এবারের মেলায় দেশ ও বিদেশের ২ হাজার ২০০ ব্যবসা ও প্রতিষ্ঠানকে আকৃষ্ট করেছে, এর আগের বছর যার সংখ্যা ছিল ১৬০০।

১৯৯৩ সালে ল্যানচৌতে প্রথম এই মেলা অনুষ্ঠিত হয়, যা বেল্ট অ্যান্ড রোড অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার জন্য একটি প্রধান ইভেন্ট হিসেবে সুপরিচিত।

২০১৪ সালে এই মেলায় প্রথম অংশ নেয় বেলারুশের উদ্যোক্তা মেরিনা অনিকেয়েভা। এবছরও এ মেলায় অংশ নিয়ে তিনি বলেন, “গত এক দশকে, ল্যানচৌর এই মেলা বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। দিনে দিনে এই বাণিজ্য মেলা বিভিন্ন দেশ ও অঞ্চলের ব্যাপক সংখ্যক ব্যবসা-প্রতিষ্ঠানকে আকৃষ্ট করেছে”।

প্রতিবেদন- আফরিন মিম

সম্পাদনা- শান্তা মারিয়া

প্রযোজনা ও উপস্থাপনা: শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা: নাজমুল হক রাইয়ান

সার্বিক তত্ত্বাবধান: ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn