‘বিজনেস টাইম’ পর্ব- ২১
চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।
বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:
· বেইজিং য়ে বানিজ্য ও বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের আহবান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার
· সম্মেলনে চীনা কম্পানীগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে ১৬ টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
· চীনের বাণিজ্য মেলায় প্রায় ৮৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর
বেইজিংয়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের আহবান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার
চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও পরিষেবা খাতসহ প্রধান ধাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে বাংলাদেশ-চীন বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনের সময় এ আহ্বান জানান চীন সফররত প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ করার এখনই সময়। একসঙ্গে আমরা একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি, যাতে লাভবান হতে পারে আমাদের দেশ ও জনগণ।’
শেখ হাসিনা আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা ও সমর্থন দিতে সমস্ত দ্বার উন্মুক্ত থাকবে। তিনি বলেন, ‘আসুন আমরা আরও সমৃদ্ধ, শক্তিশালী, সংযুক্ত বিশ্ব গড়তে একসঙ্গে কাজ করি। আমি বিশ্বাস করি আমাদের হাত একত্র হলে বড় কিছু অর্জন সম্ভব।‘
চীনে চারদিনের দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় দিনে সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের আইসিটি, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় আকারে বিনিয়োগের জন্য চীনা উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী।
এ সময় শেখ হাসিনা বলেন, এ দেশে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ১০০টি অর্থনৈতিক এলাকা আছে। নির্দিষ্ট দেশভিত্তিক ৫টি বৃহৎ অর্থনৈতিক এলাকা নির্মাণের কাজও চলছে ।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে অংশীদারিত্ব অবারিত প্রতিশ্রুতি বহন করে। কারণ উভয় দেশই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।