‘বিজনেস টাইম’পর্ব- ১৬
সরকারের নীতি সমর্থনে চীনে এগোচ্ছে স্বয়ংক্রিয় গাড়ির বাজার
চীনে নতুন করে চালু হবে প্রায় ১০ কোটি মোবাইল নম্বর। নম্বরগুলো হবে ১১ ডিজিটের। তবে কোনো মানুষ এ নম্বর ব্যবহার করবে না। ৫জি নেটওয়ার্কের ইন্টারনেট ব্যবহার করে এ সিমকার্ডগুলো কাজে লাগাবে চীনের বুদ্ধিমান গাড়িগুলো। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে চীনের শিল্প এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়।
বিশ্বখ্যাত কনসালটেন্সি প্রতিষ্ঠান ম্যাককিনসি এন্ড কোং জানিয়েছে, এ দশকের শেষ নাগাদ চীনে বুদ্ধিমান গাড়ি এবং এ সংক্রান্ত প্রযুক্তির বাজারের আকার দাঁড়াবে প্রায় ৫০০ বিলিয়ন ডলারে।
বিদ্যুৎচালিত চালকবিহীন গাড়ির জন্য আলাদা করে সিম কবে চালু হবে সেটার সময়সীমা এখনও জানা না গেলেও বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এমন সিদ্ধান্ত চীনের ইন্টারনেট যুক্ত গাড়ির বাজারে একটি বড় জোয়ার নিয়ে আসবে।
চীনা গাড়ি প্রস্তুতকারক বিএআইসি মোটর কর্পোরেশনের অটো বিশেষজ্ঞ ইয়াং চোংই বললেন, ‘এ ধরনের সংযোগ প্রযুক্তির কারণে যানবাহন এখন আর কেবল পরিবহনের মাধ্যম নয়, বরং একটি চলমান বুদ্ধিমান যন্ত্রে পরিণত হচ্ছে। ট্রাফিক লাইট, পার্কিং লট থেকে শুরু করে রাস্তার সঙ্গে রাস্তারও তাৎক্ষণিক যোগাযোগ ঘটাবে এটি। এর ফলে ব্যবহারকারীরা আরও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা পাবে।’
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ফ্ল্যাগশিপ ম্যাগাজিন ছিউশি জার্নালে সম্প্রতি প্রকাশিত একটি নিবন্ধে, চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রী চিন চুয়াংলং বলেছেন, সংযুক্ত যানবাহনগুলোর বিকাশ ত্বরান্বিত করতে সরকারি প্রচেষ্টা আরও জোরদার করা হবে।
এ ধরনের গাড়ি মূলত চালকের উপস্থিতি কিংবা অনুপস্থিতিতেই অন্য রাস্তায় চলতে থাকা অন্য গাড়িগুলোর সঙ্গে চালিয়ে যাবে তথ্য আদান-প্রদান। গাড়ির ভেতর থাকা ডিজিটাল ডিসপ্লেতে দেখা যাবে অন্য গাড়ির লোকেশন এবং রুট।