‘বিজনেস টাইম’পর্ব- ১৬
চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।
বিজনেস টাইম’ য়ের এই পর্বে থাকছে:
· টিকটক ব্যবহার করে ইন্দোনেশিয়ার অনলাইন ব্যবসা তুঙ্গে
· বিশ্লেষণ: চীনের পরিবেশবান্ধব বাণিজ্যে ঈর্ষাকাতর মার্কিনীরা
· সরকারের নীতি সমর্থনে চীনে এগোচ্ছে স্বয়ংক্রিয় গাড়ির বাজার
টিকটক ব্যবহার করে ইন্দোনেশিয়ার অনলাইন ব্যবসা তুঙ্গে
বছরের শুরু থেকেই ইন্দোনেশিয়ার ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ব্যাপকভাবে এগিয়ে নিতে ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। ইতোমধ্যে টিকটক ইন্দোনেশিয়ায় বেশ সাড়া ফেলেছে, বদলে দিয়েছে ব্যবসার ধরন।
টিকটকের সাথে দেশটির ই কমার্স জায়ান্ট টোকোপিডিয়া একযোগে কাজ শুরুর পর থেকেই স্থানীয় ব্র্যান্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে ব্যবহার করতে শুরু করেছে।
নিনো ডিজাইন নামের একটি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী অ্যাংগারা বলেন এটা তার মতো ক্ষুদ্র বিক্রেতাদের জন্য লাইফ লাইন হিসেবে কাজ করছে। টিকটককে ধন্যবাদ জানিয়ে অ্যাংগারা বলেন, এতে করে দোকানের পাশাপাশি তার অনলাইন ব্যবসাও জমেছে।
এসএমই খাতকে ডিজিটাল করর উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। তাদের লক্ষ্য ২০২৪ সালের মধ্যে তিন কোটি প্রতিষ্ঠান ডিজিটাল প্লাটফর্মের আওতায় আনা । ইতিমধ্যে দেশটির ২ কোটি ৭০ লাখ উদ্যোক্তা ডিজিটাল মাধ্যমে ব্যবসা চালাচ্ছে।
।। প্রতিবেদন: শাহানশাহ রাসেল
।। সম্পাদনা: ফয়সল আব্দুল্লাহ
বিশ্লেষণ: চীনের পরিবেশবান্ধব বাণিজ্যে ঈর্ষাকাতর মার্কিনীরা
চীনের পরিবেশবান্ধব বাণিজ্যে ঈর্ষাকাতর মার্কিনীরা এনিয়ে মতামত দিয়েছেন অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।