‘বিজনেস টাইম’ পর্ব- ০৯
এ পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিশ্ব অর্থনৈতিক আউটলুকের প্রতিবেদনে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৮ শতাংশ রাখা হলেও সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-অলিভিয়ার গৌরিনচাস বলেছেন, চীনের প্রত্যাশার চেয়ে বেশি জিডিপি অর্জনের কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসটি সংশোধন করতে হতে পারে।
চায়না এভারব্রাইট ব্যাংকের গবেষক চৌ মাওহুয়া বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে আরও শক্তিশালী করতে দরকার বেশি বেশি নীতিগত সমর্থন। আর এর জন্য চীনের সরবরাহ কাঠামোকে কার্যকর রাখতে হবে। চীনাদের পণ্যের ক্রয় করার যে আগ্রহ এবং তাদের যেসব চাহিদা রয়েছে; এই দুটো সূচকের মধ্যে সমন্বয় করে তবেই নীতিমালা ঠিক করতে হবে নীতিনির্ধারকদের।
।। প্রতিবেদন: ফয়সল আবদুল্লাহ
।। সম্পাদনা: শাহানশাহ রাসেল
প্রযোজনা, উপস্থাপনা ও অডিও সম্পাদনা - শাহানশাহ রাসেল
স্ক্রিপট সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ
সার্বিক তত্ত্বাবধান- ইউ কুয়াং ইউয়ে আনন্দী