বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ০৯

CMGPublished: 2024-04-19 19:45:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে প্রথম চীন সফর করেন। দেশটি পরিদর্শন করে মুগ্ধ হন তিনি। ‘আমার দেখা নয়া চীন’ বইয়ে সেই অভিজ্ঞতাই লিখেছিলেন তিনি। আমাদের দেশের জনগণেরও চীন সম্পর্কে আগ্রহ রয়েছে। ভিসা সহজ হলে দুই দেশের জনগণের সম্পর্ক আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ছুটির দিন ছাড়া ভিসা সেন্টার খোলা থাকবে রোববার থেকে বৃহস্পতিবার। আবেদন ও ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।

সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য আগে visaforchina.cn ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। পরে ভিসা সেন্টার অফিসে গিয়ে ওই আবেদনের কপি জমা দিতে হবে। চীনা ভিসা সেন্টারের ঠিকানা হলো-প্রাসাদ ট্রেড সেন্টার (৩য় তলা), ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা।

বাণিজ্য, শিক্ষা বা বেড়ানো যেকোন কারণেই হোক বাংলাদেশিদের চীনে ভ্রমণের আগ্রহ বাড়ছে এই ভিসা সেন্টার এদেশের মানুষের জন্য সুখবরই বয়ে এনেছে। এমনটাই মনে করছেন বাংলাদেশি জনগণ।

।। প্রতিবেদন: শাহানশাহ রাসেল

।। সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ

বিশ্লেষণ পর্ব:

স্থিতিশীলতা বজায় রেখে বাড়ছে চীনের অর্থনীতি

গত মার্চেও চীনে ভোগ্যপণ্যের চাহিদার সূচক ছিল খানিকটা কম। তবে বিশ্লেষকেরা মনে করেন, নীতিগত নানা পদক্ষেপ নিলেই কার্যকর বিনিয়োগ ব্যবস্থার প্রসার ঘটবে এবং সামনের মাসগুলোতে চীনের অর্থনীতি আরও উন্নত হবে। সেই সঙ্গে চীনের ভোক্তাকেন্দ্রিক বাজারকে বলিষ্ঠ আকারে ফিরিয়ে আনা সম্ভব হবে।

চীনের শীর্ষ অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থা জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের এক কর্মকর্তা বলেন, চীনের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি যে ইতিবাচক ধারা রয়েছে সেটার পরিবর্তন হয়নি এবং হবেও না। তার এ বক্তব্যের কিছুদিন আগেই ফিচ রেটিং চীনের দীর্ঘমেয়াদি বৈদেশিক মুদ্রা ইস্যুর রেটিংকে নেতিবাচক ঘোষণা করে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn