বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ০৯

CMGPublished: 2024-04-19 19:45:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

এই পর্বে থাকছে:

১.চীন হবে এই শতকের বিশ্ব অর্থনীতির কেন্দ্র- চীন সফরের অভিজ্ঞতা জানিয়ে ড. মাহফুজ কবীর

২. ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে ঢাকায় চায়না ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন

৩. স্থিতিশীলতা বজায় রেখে বাড়ছে চীনের অর্থনীতি

ইন্টারভিউ:

সম্প্রতি চীন সফর করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ও অর্থনীতি বিশ্লেষক ড. মাহফুজ কবীর। চীন থেকে ফিরে এসে দেশটির উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন,’ খুব দ্রুতই ‌‍‌‌চীন বিশ্ব অর্থনীতির শীর্ষে অবস্থান নিবে। দেশটি হবে এই শতকের বিশ্ব অর্থনীতির কেন্দ্র।‘

s

কর্পোরেট প্রোফাইল:

ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে ঢাকায় চায়না ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন

চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও স্মার্ট করতে বাংলাদেশের রাজধানী ঢাকার বনানীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চাইনিজ ভিসা সেন্টার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক তৌফিক হাসান। একসঙ্গে ফিতা কেটে সেন্টারটির উদ্বোধন করেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, স্বল্প সময়ে বেশি ভিসা প্রদান করতে সক্ষম হবে সিভিসি তথা চায়না ভিসা সেন্টার। আবেদনকারীর গোপনীয়তা রক্ষার পাশাপাশি সেবা প্রদানে দক্ষ ও পেশাদার একটি দল এখানে কাজ করবে।

’বাংলাদেশ ও চীনের মধ্যে সব পর্যায়ের সম্পর্ক দিন দিন বাড়ছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কও বাড়ছে। বাড়ছে চীন ভ্রমণে বাংলাদেশি জনগণের আগ্রহ। আর এসব বিবেচনায় নিয়ে চীনা ভিসা আরও সহজ করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn