বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ৫

CMGPublished: 2024-03-22 18:47:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কর্মপরিকল্পনায় বলা হয়েছে, চীনের বিকাশের জন্য বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে হবে। তাদের জোরালোভাবে আকৃষ্ট করতে এবং তাদের ভেতর একটি নতুন উন্নয়ন ধারণা দিতে দরকার একটি বাজার-ভিত্তিক, নীতিবান্ধব এবং আন্তর্জাতিকমানের ব্যবসায়িক পরিবেশ কার্যকর করা।

এই কর্মপরিকল্পনার ৫ ক্ষেত্রে ২৪টি পদক্ষেপের কথা বলা হয়েছে। বিদেশি বিনিয়োগের জন্য বাজার বাড়ানো, বিদেশি বিনিয়োগ আরও আকৃষ্ট করতে নীতির দিকগুলোও শক্তিশালী করার কথা বলা হয়েছে এতে।

সেই সঙ্গে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি, দেশি ও বিদেশি কোম্পানিগুলোর মধ্যে উদ্ভাবনের সহযোগিতাকে সহজ এবং বিশ্বমানের করতে নীতিমালার সংষ্কার করার গুরুত্বের কথাও বলা হয়েছে।

চীন সরকার আশা করছে এর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে এবং বিদেশি বিনিয়োগে প্রবৃদ্ধি বাড়বে। যা অর্থনীতির জন্য ইতিবাচক।

।। প্রতিবেদন: শাহানশাহ রাসেল

।। সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ

প্রযোজনা ও উপস্থাপনা- শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা- নাজমুল হক রাইয়ান

স্ক্রিপ্ট সম্পাদনা- ফয়সল আবদুল্লাহ

সার্বিক তত্ত্বাবধান- ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn