বাংলা

‘বিজনেস টাইম’ পর্ব- ৫

CMGPublished: 2024-03-22 18:47:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

এই পর্বে থাকছে:

১. বিশ্বের এক নম্বর অর্থনৈতিক পরাশক্তি হতে চলেছে চীন

২. উন্মুক্ততার পথ প্রশস্ত করতে মুক্ত বাণিজ্য চুক্তিতে মুখিয়ে আছে চীন

৩. চীন বিদেশি বিনিয়োগে বাড়াতে কর্মপরিকল্পনা প্রকাশ করছে

বিশ্লেষণ পর্ব:

বিশ্বের এক নম্বর অর্থনৈতিক পরাশক্তি হতে চলেছে চীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। চীনের অর্থনৈতিক পরিস্থিতি ও কিছু পশ্চিমা গণমাধ্যমের নেতিবাচক মন্তব্যের বিষয়ে তাঁর মতামত দিয়ে চায়না আন্তর্জাতিক বেতারকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

ভিন দেশে চীন

এ বছরের মধ্যেই চীন-আসিয়ান ঘিরে মুক্ত বাণিজ্য অঞ্চলের তৃতীয় সংস্করণের যাবতীয় আলোচনা শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী ওয়াং শৌয়েন।

চীনের মুক্ত বাণিজ্য সংক্রান্ত নেটওয়ার্কের মান বাড়ানোর জন্য পরিষেবামূলক বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক তালিকা সংস্কারেও ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

গত বছর চীন বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চলভিত্তিক কিছু চুক্তি সম্পন্ন করে। চীনের বাণিজ্য বিষয়ক ভাইস মিনিস্টার ওয়াং শৌয়েন সম্প্রতি জানান, ইতোমধ্যে ২৯টি দেশের সঙ্গে চীনের ২২টি মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি সম্পন্ন হয়েছে। এ অঞ্চলগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ চীনের মোট বৈদেশিক লেনদেনের এক তৃতীয়াংশের সমান বলেও জানান ওয়াং।

তিনি আরও বলেন, চীন সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে ২০২৪ সালেও এ ধরনের মুক্ত বাণিজ্য চুক্তির প্রচেষ্টা চালিয়ে যাবে। ওয়াং সাফ জানিয়ে দিয়েছেন, এ বছর মুক্ত বাণিজ্য অঞ্চল নিয়ে আলোচনার একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা রয়েছে চীনের।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn