বাংলা

চলতি বাণিজ্যের ৫৭ তম পর্ব

CMGPublished: 2024-02-16 15:32:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০১৮ সালে চিয়াংসি প্রদেশের শুইচিয়াং টাউনশিপের ইছুন সিটিতে প্রতিষ্ঠা করা হয় উইগ কারখানা আনসিন। বর্তমানে কারখানাটির উৎপাদন অঞ্চল তিনটি স্থানে সম্প্রসারণ করা হয়েছে। কারখানাটির কৃত্রিম চুল তৈরির বার্ষিক উৎপাদন ছাড়িয়েছে ৩০ লাখ সেট। যা থেকে আয় হয় ৪ কোটি ইউয়ান।

সম্প্রতি এ কারখানার তৈরি ৩০০ বাক্স উইগ গেল নেদারল্যান্ডসে। বসন্ত উৎসবের আগে অন্তত ৫০টি দেশ থেকে অর্ডার এসেছিল এ কারখানায়।

চিয়াংসিতে সবমিলিয়ে ১০টি গ্রামে ৯৩টি পরচুলার কারখানা রয়েছে। এর মধ্যে ১৫টি কম্পানি এরই মধ্যে বিশ্ববাজারে প্রবেশ করেছে।

কারখানাটির দায়িত্বে থাকা লিন শেংআন জানান, এই বাক্সগুলোতে ২ হাজারেরও বেশি উইগ রয়েছে। এগুলো নেদারল্যান্ডসের অর্ডারের একটি ছোট চালান। সম্প্রতি ওয়ালমার্ট থেকেও এসেছে ৪ লাখ ডলারের অর্ডার।

একই শহরের সিয়াওতোং গ্রামের একটি কারখানায় পরচুলার আনুষাঙ্গিক সরঞ্জাম তৈরি করেন চেং তেফু। তিনি জানান, পরচুলার কারখানা যত বাড়ছে তত বাড়ছে এ সংক্রান্ত অনুষঙ্গের ব্যবসাও। বিশেষ করে সম্প্রতি আলিএক্সপ্রেসের মতো ই-কমার্স প্ল্যাটফর্মেও তার ব্যবসা বেড়েছে।

চেং তেফুর কম্পানির বার্ষিক উৎপাদন এখন ৫০ লাখ ইউয়ানের বেশি। স্থানীয় গ্রামবাসীরাই কাজ করছেন এসব পরচুলা ও অনুষঙ্গের কারখানায়।

প্রদেশটির পরচুলা তৈরির শিল্পকে আরও বিকশতি করতে স্থানীয় সরকার কিছু নীতিমালাও নিয়েছে। যার ফলশ্রুতিতে চীনের তৈরি পরচুলা এখন চলে যাচ্ছে যুক্তরাষ্ট্র, নাইজেরিয়াসহ আরও অনেক দেশের বাজারে।

।। প্রতিবেদন: শুভ আনোয়ার

।। সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ

প্রযোজনা ও উপস্থাপনা- শাহানশাহ রাসেল

অডিও সম্পাদনা- নাজমুল হক রাইয়ান

স্ক্রিপ্ট সম্পাদনা- ফয়সল আবদুল্লাহ

সার্বিক তত্ত্বাবধান- ইউ কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn