বাংলা

চলতি বাণিজ্যের ৫৭ তম পর্ব

CMGPublished: 2024-02-16 15:32:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, নববর্ষের দিন চীনের বড় চেইনশপগুলোর বিক্রি আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। সেদিন উত্তর-পূর্ব চীনে অললাইনে খাবার বিক্রি বেড়েছে ৪০ শতাংশেরও বেশি।

এদিকে উৎসবে সোনার দোকানেও ভিড় বেড়েছে চীনাদের। এবার যেহেতু ড্রাগনবর্ষ, তাই ড্রাগনের মতো দেখতে সোনার বার ও মালার চাহিদাও ছিল বেশি।

চীনা রাশিচক্রে এবার ড্রাগনবর্ষ মঙ্গলের প্রতীক। আর সেই মঙ্গল বারতা বসন্তের প্রথম দিনই পৌঁছে গেছে চীনের ব্যবসা-বাণিজ্যের সকল শাখায়।

।। প্রতিবেদন: শাহানশাহ রাসেল

কোম্পানি প্রোফাইল:

যুক্তরাষ্ট্রের বাজারে চীনা স্নাক ব্রান্ড

চীনের ক্লাসিক স্ন্যাকস ব্রান্ড শ্যুউ ফু ছি দীর্ঘ সময় ধরে ক্রিস্পি পিনাট ক্যান্ডি এবং নৌগাট ক্যান্ডিসহ ঐতিহ্যবাহী বিভিন্ন চীনা খাবার উৎপাদন করে আসছে। এসব খাবার বিভিন্ন উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। সম্প্রতি কম্পানিটি যুক্তরাষ্ট্রসহ উপসাগরীয় অঞ্চলের চেইন শপগুলোতে তাদের পণ্য বিক্রি শুরু করেছে।

ইতোমধ্যেই শ্যুউ ফু ছি সফলভাবে যুক্তরাষ্ট্রজুড়ে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছে। ফলে অধিকাংশ সুপার মার্কেটেই এখন পাওয়া যাচ্ছে তাদের পণ্য। ২০২৩ সালে ওয়ালমার্টেও উপস্থিতি নিশ্চিত করেছে শ্যুউ ফু ছি।

আমেরিকার বৃহত্তম অনলাইন এশিয়ান সুপারমার্কেট উইই এবং অনলাইন এশিয়ান মার্কেটপ্লেস ইয়ামির সঙ্গেও যুক্ত হয়েছে কম্পানিটি।

শুধু তাই নয়, উত্তর আমেরিকার বাজারে টানা দুই বছর উল্লেখযোগ্য প্রবৃদ্ধিও অর্জন করেছে শ্যুই ফু ছি।

শিল্প বিশেষজ্ঞরা বলেছেন, আমেরিকান গ্রাহকরা এ কম্পানির পণ্যগুলোর গুণমান ও স্বাদ বেশ পছন্দ করেছেন। যুক্তরাষ্ট্রের সুপারশপগুলোতে শ্যুউ ফু ছির অন্তর্ভুক্তি সেটাই প্রমাণ করে।

শ্যুউ ফু ছির আন্তর্জাতিক ব্যবসার প্রধান হুয়াং ই বলেছেন,

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn