চলতি বাণিজ্যের ৫৭ তম পর্ব
চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান
‘চলতি বাণিজ্য’
চলতি বাণিজ্যের ৫৭ তম পর্বে থাকছে:
১. বসন্ত উৎসবে চীনে বাণিজ্য-অর্থনীতিতে এসেছে জোয়ার
২. যুক্তরাষ্ট্রের বাজারে চীনা স্নাক ব্রান্ড
৩. বিশ্ববাজারে শক্ত অবস্থানে চীনের পরচুলা
বসন্ত উৎসবে চীনে বাণিজ্য-অর্থনীতিতে এসেছে জোয়ার
উৎসবকে ঘিরে মার্কেট, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্রগুলোয় ছিল উপচেপড়া ভিড়। ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের চাপ বেড়েছে বহুগুণ। ক্রেতার চাপে পরিপূর্ণ ছিল স্ট্রিটফুডের দোকানগুলোও। বসন্তকে ঘিরে বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও পর্যটন কর্মকাণ্ড চীনের বাণিজ্যের পালেও হাওয়া লেগেছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চীনের প্রধান বাণিজ্যিক জেলাগুলোতে ১৫ কোটি ৬২ লক্ষ ছিল যা বছরে অন্য সময়ের ১১১ শতাংশ বেশি। বসন্ত উৎসব ঘিরে দেশজুড়ে তিন হাজারেরও বেশি সাংস্কৃতিক ও পর্যটন কর্মকাণ্ডের আয়োজন ছিল।
আনহুই প্রদেশের ইসিয়ান Yixian শহরের হাজার বছরের পুরনো একটি গ্রামে হোটেলের ব্যবসা করছেন শ্যু লি। তিনি জানালেন—
< শ্যু লি, হোমস্টের ব্যাবস্থাপক>
‘নববর্ষের চার দিনের সমস্ত কক্ষের বুকিং আমরা দুই তিন মাসের আগেরই পেয়ে গেছি। হোটেলের কোনো রুমই এখন খালি নেই।'
বসন্তের ছুটির প্রথম দিন অনলাইনে রুম বুকিংয়ের অর্ডার গত বছরের তুলনায় তিনগুণ বেশি ছিল।
হবেই, হেনান, শানতোং ও শানসির মতো প্রদেশে পর্যটন সংক্রান্ত অর্ডার বেড়েছে গত বছরের চেয়ে ১৫ গুণ। মধ্য চীনের হেনানের অন্যতম প্রাচীন শহর লুওয়াং-এ কিছু দর্শনীয় স্থানের টিকিটের অর্ডারও ৩৫ গুণ বেড়েছে।
দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ানের বিশালাকার পান্ডা ছিল পর্যটকদের কাছে বড় আকর্ষণ। সরকারি তথ্যমতে, সিচুয়ানের রাজধানী ছেংতুতে পান্ডা-থিমযুক্ত হোমস্টের বুকিং গতবছরের তুলনায় প্রায় তিনগুণ বেড়েছে।