বাংলা

চলতি বাণিজ্যের ৫৩তম পর্ব

CMGPublished: 2024-01-19 19:16:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘বিল্ড ইওর ড্রিম’ ২০২৩ সালে ৩০ লাখ ২০ হাজার বৈদ্যুতিক গাড়ি ও প্লাগ-ইন হাইব্রিড বিক্রি করেছে, যা ২০২২ সালের তুলনায় ৬২ দশমিক ৩ শতাংশ বেশি। এর মধ্যে শুধু ডিসেম্বরেই ৩ লাখ ৪০ হাজার ইউনিটের বেশি গাড়ি বিক্রি হয়েছে। প্রথমবারের মতো, এটি বিশ্বের সর্বাধিক বিক্রি হওয়া বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলাকে ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকরা বলেছেন, চলতি বছর বিওয়াইডির মোট বিক্রি ৪০ লাখ ইউনিটে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ২০২৩ সালে চীনা স্টার্টআপগুলোর মধ্যে গাড়ি বিক্রির তালিকায় শীর্ষে ছিল লি অটো। গেল বছর প্রতিষ্ঠানটি ৩ লাখ ৭৬ ইউনিট গাড়ি বিক্রি করে।

চলতি বছর দেশটির বেশ কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিদেশি বাজারগুলোতে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার পরিকল্পনা হাতে নিয়েছে। তারা জানিয়েছেন, তাদের গাড়িগুলো এখন নরওয়ে, ডেনমার্ক ও ইসরায়েলসহ বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

কোম্পানি প্রোফাইল:

থাইচৌ ন্যাশনাল মেডিকেল হাই-টেক জোনে কোটি ডলার বিনিয়োগ

শুভ আনোয়ার, চীন আন্তর্জাতিক বেতার: সাম্প্রতিক বছরগুলোতে করোনা ভাইরাসের টিকার জন্য বেশ পরিচিত হয়ে উঠেছে ইউরোপের ওষুধ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। চীনের থাইচৌ ন্যাশনাল মেডিকেল হাই-টেক ডেভেলপমেন্ট অঞ্চলকে বিশ্বব্যাপী ওষুধ উৎপাদন এবং ডায়াবেটিস সংক্রান্ত চিকিৎসা-পণ্যের ভিত হিসেবে গড়ে তুলতে আড়াই কোটি ডলার বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি।

চীনের প্রথম রাষ্ট্রীয় পর্যায়ের ফার্মাসিউটিক্যাল হাই-টেক জোন হলো থাইচৌ ন্যাশনাল মেডিকেল হাই-টেক ডেভেলপমেন্ট জোন। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের থাইচৌ শহরের ৪০৮ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এ অঞ্চল।

সম্প্রতি সেখানে বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদনে এক যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে অ্যাস্ট্রাজেনেকা।

চুক্তির আওতায়, গত নভেম্বরে চীনে বাজারজাত করা ডায়াবেটিস থেরাপি, ডাপাগ্লিফ্লোজিন এবং মেটফরমিন হাইড্রোক্লোরাইড উৎপাদনের জন্য কোম্পানিটি ১৯ কোটি ইউয়ান অর্থাৎ ২ কোটি ৬৫ লাখ ডলার বিনিয়োগ করবে। ধারণা করা হচ্ছে এ বিনিয়োগের বিপরীতে প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন দাঁড়াবে এক হাজার কোটি ইউয়ানে।

এই অঞ্চলে ওষুধ, পেট্রোকেমিক্যালস ও স্বাস্থ্য সংক্রান্ত সরঞ্জাম উৎপাদন করা হয়। অঞ্চলটি বহির্বিশ্বের জন্য উন্মুক্ত। বর্তমানে এই মেডিকেল জোনে ১ হাজার ২০০টিরও বেশি বায়োফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান রয়েছে।

থাইচৌয়ের ভাইস-মেয়র ইয়ে তংহুয়া জানান, সাম্প্রতিক বছরগুলোতে খুবই গুরুত্বের সঙ্গে ‘হেলদি চায়না’ উদ্যোগের প্রচার করা হচ্ছে। বিশ্বব্যাপী চীনের বায়োফার্মাসিউটিক্যাল শিল্প, অত্যাধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ছড়িয়ে দিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সম্প্রতি এক সম্মেলনে কোম্পানিটি এই বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। মূলত উচ্চ রক্তচাপ, হাইপারলিপিডেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পাশাপাশি তিনটি প্রধান দীর্ঘস্থায়ী রোগ: ক্রনিক হার্ট ফেইলিউর, ক্রনিক কিডনি ডিজিজ এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি রোগের ওষুধ উৎপাদন এবং চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনতেই এমন বিনিয়োগের ঘোষণা দেয় অ্যাস্ট্রাজেনেকা।

চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের শিক্ষাবিদ এবং ফুতান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চংশান হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পরিচালক কি চুনবো জানান, ‘একজন মানুষের কিডনি ও হৃদপিণ্ড ভালো রাখার জন্য উচ্চ রক্তচাপ, হাইপারলিপিডেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়ার প্রাথমিক এবং সঠিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।’

কার্ডিওভাসকুলার, রেনাল এবং মেটাবলিজমের প্রায় এক হাজারেরও বেশি বিশেষজ্ঞ থাইচৌ সরকার আয়োজিত ওই সম্মেলনে অংশ নেয়। সম্মেলনে রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে আলোচনা হয়।

ভিনদেশে চীন:

চীনা ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে লাভবান হচ্ছে বাংলাদেশি পোল্ট্রি খামারিরা

শুভ আনোয়ার, চীন আন্তর্জাতিক বেতার: বাংলাদেশের পুষ্টি সরবরাহের প্রধান খাত পোল্ট্রি। প্রাণিজ আমিষ এবং পুষ্টির প্রধান উপাদান মাংস ও ডিম আসে এই খাত থেকে। এতদিন দেশটির পোল্ট্রি খামারিদের বড় শঙ্কা ও দুশ্চিন্তার কারণ ছিল পশু-পাখির বিভিন্ন রোগ। তবে চীনের বিশ্বখ্যাত পোল্ট্রি ফিড সরবরাহকারী প্রতিষ্ঠান নিউ হোপের পোল্ট্রি ফিড, অত্যাধুনিক প্রযুক্তি, রোগ এবং ব্যবস্থাপনা তথ্য সরবরাহ নিশ্চিত করার পর থেকে ব্যাপক হারে প্রসারিত হয়েছে বাংলাদেশের পোল্ট্রি শিল্প।

বাংলাদেশের মোট মাংসের চাহিদার ৪০ থেকে ৪৫ শতাংশই আসে পোল্ট্রি শিল্প থেকে। এর মধ্যে রাজধানী ঢাকার কাছে অবস্থিত গাজীপুর থেকেই আসে পোল্ট্রি উৎপাদনের এক-চতুর্থাংশ। এই অঞ্চলটির খামারিদের একসময় বড় দুশ্চিন্তা ছিল হাঁস-মুরগির বিভিন্ন রোগ এবং মানসম্পন্ন ফিড নিয়ে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn