চলতি বাণিজ্যের ৪৭তম পর্ব
ভিনদেশে চীন:
চীনা সরবরাহ চেইনে মুগ্ধ তুর্কি কোম্পানি
সাজিদ রাজু, চীনা আন্তর্জাতিক বেতার: চীনের পণ্যের সরবরাহ ব্যবস্থা আকর্ষণ করেছে তুরস্কের ব্যবসায়ীদের। তুরস্কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এখন ঝুঁকছে চীনা মডেলের সরবরাহ ব্যবস্থাকে নিজেদের ব্যবসায় কাজে লাগাতে। বিশেষ করে ব্লকচেইন, সরবরাহ চেইনে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নানা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের ব্যবসাকে এগিয়ে নিতে আগ্রহী তুরস্কের ব্যবসায়ীরা।
সারা বিশ্বে সুনাম কুড়িয়েছে চীনের ব্লকচেইন ও সরবরাহ চেইনের আধুনিকায়ন। এরইমধ্যে চীনা পণ্যের সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও লক্ষ্য করা গেছে।
চীনের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এমন ডিজিটাল রূপান্তর ও আধুনিক প্রযুক্তির ব্যবহার তাই নজর কেড়েছে এশিয়া ও ইউরোপের সংযোগকারী দেশ তুরস্কের ব্যবসায়ীদের। চীনা সরবরাহ ব্যবস্থার সক্ষমতাকে নিজেদের প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্যে কাজে লাগানোর ব্যাপারে বিশ্বাসী তারা।
খাদ্যপণ্য উৎপাদনকারী এমনই একটি তুর্কি কোম্পানি ট্যাব ফুড ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কোরহান কুরদোওলু জানান, দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সমঝোতার ভিত্তিতে কাজ করার যে সম্ভাবনা আছে তাকে কাজে লাগানো জরুরি।
কোরহান কুরদোওলু, সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, ট্যাব ফুড ইনভেস্টমেন্ট