চলতি বাণিজ্যের ৪৭তম পর্ব
বর্তমানে তুলা চাষে ব্যবহার করা হয় উন্নত মানের প্রযুক্তি। ফলে উৎপাদন প্রক্রিয়া ও পরিমাণে অনেক পরিবর্তন এসেছে। সম্প্রতি চীনের সাউথওয়েস্ট ইউনিভার্সিটি অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল’ একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, সিনচিয়াং ইউগুর স্বায়ত্বশাসিত অঞ্চলের তুলা উৎপাদন এটাই প্রমাণ করে যে, এই অঞ্চলের তুলা চাষ বর্তমানে অত্যাধুনিক যন্ত্রনির্ভর হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, টানা ২ সপ্তাহ সিনচিয়াংয়ে অবস্থান করে অন্তত ৭০জন তুলা চাষীর সঙ্গে কথা বলে এবং ৫টি স্থানীয় সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে এমন মতামত দেয়। তাইতো এখানে বেড়েছে তুলা উৎপাদনের পরিমাণও।
এখানকার তুলার উপর ভিত্তি করেই সিনচিয়াংয়ে গড়ে উঠেছে বহু সংখ্যক সুতার কারখানা। বর্তমানে সিনচিয়াংয়ের অন্যতম অর্থনৈতিক ভিত্তিও রচনা করেছে এসব সুতার কারখানা। পাশাপাশি সিনচিয়াং থেকে বিভিন্ন দেশে রফতানি হওয়া পণ্যের মধ্যে সুতা অন্যতম।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালে সিনচিয়াংয়ে সুতা উৎপাদন হয় ৫ দশমিক ১৬ মিলিয়ন টন যা চীনে মোট উৎপাদিত তুলার প্রায় ৯০ শতাংশ।