চলতি বাণিজ্যের ৪৭তম পর্ব
চলতি বাণিজ্যের ৪৭তম পর্বে থাকছে:
১. উৎকৃষ্ট তুলায় বিশ্বের নজর কেড়েছে সিনচিয়াং,গড়ে উঠেছে শিল্প কারখানা
২. চীনা সরবরাহ চেইনে মুগ্ধ তুর্কি কোম্পানি
৩. চীনের সঙ্গে কৃষি পণ্যের রমরমা বাণিজ্য ব্রাজিলের
উৎকৃষ্ট তুলায় বিশ্বের নজর কেড়েছে সিনচিয়াং,গড়ে উঠেছে শিল্প কারখানা
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: বিশ্বের উৎকৃষ্ট মানের তুলার চাষ হয় চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে। আবার সারা বিশ্বের মোট উৎপাদিত তুলার ৩০ শতাংশই হয় এখানে। উৎপাদিত তুলা বিভিন্ন দেশে রফতানির পাশাপাশি এর উপর ভিত্তি করে সিনচিয়াংয়ে গড়ে উঠেছে বহু সুতা ও পোশাক কারখানা। তাইতো আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে তুলা উৎপাদন যেমন বেড়েছে তেমনি ভালো দাম পাওয়ায় সুদিন ফিরেছে চাষীদের।
বিস্তৃত জমিতে সাদা শুভ্র ফুলের মতো ফসল তোলার কাজ চলছে। আর এ দৃশ্য দেখে যে কেউ বলে দিতে পারবে এটি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং। কেননা, চীনে সবচেয়ে বেশি জমিতে তুলা চাষ হয় এই সিনচিয়াংয়ে।
দেখতে ফুলের মতো হলেও তুলা ফসলটির অর্থমূল্য অনেক। তাইতো সারা বিশ্বে তুলা উৎপাদন ও রফতানির দিক দিয়ে ৫ম স্থানে আছে সিনচিয়াং। আর টিম সিএমজি বাংলার অবস্থান তুলা উৎপাদনে সিনচিয়াংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলাকা আকসু।
এই অঞ্চলের তুলা মানে ভালো হওয়ার পেছনের কারণ আবহাওয়া। বিশেষ করে পর্যাপ্ত সূর্যের আলো, শুষ্ক বাতাস ও দিন-রাতের তাপমাত্রার বিরাট পার্থক্যের কারণে এখানকার উৎপাদিত তুলা দেখতে ও গুণে-মানে অন্যরকম। তবে এক সময় সেচদেওয়ার কাজ কঠিন থাকলেও এখন অনেকটাই দিন পাল্টেছে।