বাংলা

চলতি বাণিজ্যের ৩৫তম পর্ব

CMGPublished: 2023-09-15 19:20:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চুক্তি অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন, কাঁচামাল সরবরাহ ও পরিবহন, বিভিন্ন যন্ত্রাংশ স্থাপন, কার্যক্রম চালু করা, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া পরীক্ষা-নীরিক্ষা, প্রাথমিক উৎপাদন শুরু করার কাজ করছে তোংফ্যাং ইলেক্ট্রিক কর্পোরেশন –ডিইসি। পাশাপাশি পুরো বিদ্যুৎকেন্দ্রের ১৪ সেট উইন্ড টার্বাইন, ট্রান্সফরমার বক্স ও অন্যান্য আনুসঙ্গিক যন্ত্রপাতির ব্যবস্থাপনার কাজও করবে ডিইসি।

কোম্পানিটি বলছে, পুরো বিদ্যুৎকেন্দ্রের সবগুলো ইউনিটের এই রূপান্তর কাজ ইকুয়েডরের জাতীয় গ্রিডের বহুমুখীকরণ প্রক্রিয়াকেই উৎসাহিত করবে না বরং প্রথাগত বিদ্যুৎ উৎস থেকে বের হতেও সাহায্য করবে।

কোম্পানি প্রোফাইল:

চীনের স্বাস্থ্যসেবাখাতে বিনিয়োগ বাড়াচ্ছে বিদেশি কোম্পানিগুলো

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: স্বাস্থ্যসেবাখাতে চীন গুরুত্ব দেওয়ায় ক্রমেই সেখানে বাড়ছে বিদেশি বিনিয়োগ। বিশেষ করে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও উৎসাহিত করতে চীন সরকার নানামুখী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। আর এই সুযোগে দেশটিতে কার্যক্রম বাড়িয়ে চলেছে জার্মানিভিত্তিক স্বাস্থ্যসেবা কোম্পানি ফ্রেজেনিয়াস কাবি। কেবল নতুন নতুন স্বাস্থ্যসেবা পণ্যই বাজারে আনছে না বরং চীনের বিভিন্ন প্রদেশে গড়ে তুলছে কারখানা।

চলতি বছরের মার্চ মাসে বিনিয়োগ বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ করে চীন সরকার। সরকারি সেই প্রতিবেদন অনুযায়ী, চীন বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও উৎসাহিত করতে আরো নানামুখী পদক্ষেপ নেবে। বিশেষ করে চীনের বাজারে বিদেশি কোম্পানি ও তাদের প্রস্তুত করা পণ্যের প্রবেশ উৎসাহিত করতে সেবাখাতে আধুনিকায়ন করছে, বিদেশি বিনিয়োগের কোম্পানিগুলোকে দেশীয় কোম্পানিগুলোর মতোই সুবিধা দিচ্ছে।

এই সুযোগই কাজে লাগাচ্ছে বিদেশি কোম্পানিগুলো। বিশেষ করে চীনের বাজারে গেল ২০ বছর ধরে ব্যবসা পরিচালনা করা জার্মানির ফ্রাংকুর্ট শহরের কাছে অবস্থিত হমবুর্গভিত্তিক কোম্পানি ফ্রেজেনিয়াস কাবি।

এমনিতেই প্রতি বছরই এই কোম্পানির উৎপাদন করা পণ্যের বাজার বড় হচ্ছে। ফলে বছর বছর বিনিয়োগ ও কার্যক্রম বাড়াচ্ছে এটি। তবে চীনের দেওয়া নানা সুযোগ ও সুবিধা কাজে লাগিয়ে এবার বিনিয়োগের পরিমাণ বড় করছে জার্মানির স্বাস্থ্যসেবাপণ্য উৎপাদনকারী জায়ান্ট কোম্পানি ফ্রেজেনিয়াস কাবি (নানছং) কোম্পানি লিমিটেড।

মূলত ২০০২ সালে এটি পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী নানছংয়ে কার্যক্রম ও বিনিয়োগ শুরু করে। এর পর থেকেই গেল ২০ বছরে একের পর এক নতুন পণ্য বাজারে এনেছে ফ্রেজেনিয়াস কাবি। এ জন্য এ পর্যন্ত অন্তত ৪ বার কোম্পানির কার্যক্রম বাড়িয়েছে এবং বিনিয়োগ করেছে ৫০০ মিলিয়ন ইউয়ান বা ৭২ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে একটি স্বয়ংক্রিয় রক্তের উপাদান পৃথক করার উপাদান তৈরি নিয়ে কাজ করছে এটি।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn