বাংলা

চলতি বাণিজ্যের ৩৫তম পর্ব

CMGPublished: 2023-09-15 19:20:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বাণিজ্যের ৩৫তম পর্বে থাকছে:

১. প্রতিযোগিতা এগিয়ে চীনের ডিজিটাল সেবা বাণিজ্য

২. চীনের স্বাস্থ্যসেবাখাতে বিনিয়োগ বাড়াচ্ছে বিদেশি কোম্পানিগুলো

৩. ইকুয়েডরের সব বিদ্যুৎকেন্দ্র হচ্ছে পরিবেশবান্ধব, কাজ করছে চীনা কোম্পানি

প্রতিযোগিতা এগিয়ে চীনের ডিজিটাল সেবা বাণিজ্য

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতা করে ক্রমেই এগিয়ে যাচ্ছে চীনের ডিজিটাল সেবা বাণিজ্য। ক্রমবর্ধমান চাহিদার আলোকে ডিজিটাল এই সেবার মান উন্নয়নে নীতিগত সংস্কারের ঘোষণা দিয়েছে চীন সরকার। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, বর্তমানে সারা বিশ্বে ডিজিটাল প্রযুক্তি রফতানিতে ৫ম অবস্থানে আছে এই দেশ।

জ্ঞান-বিজ্ঞান চর্চা ও প্রযুক্তির উৎকর্ষের সাধনা চীনের সঙ্গে মিশে আছে বহু বছর ধরে। আবার চীন সরকার দীর্ঘদিন ধরেই উৎসাহ দিয়ে আসছে প্রযুক্তির উদ্ভাবনের ব্যাপারে।

এবার সেই উৎসাহ ও পৃষ্ঠপোষকতাই ফল দিতে শুরু করেছে। চীনের নানা বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রযুক্তিপণ্য সারা বিশ্বে চমক দেখিয়ে চলেছে। বিশেষ করে প্রতিযোগিতার বাজার স্থান করে নিচ্ছে শীর্ষ অবস্থানে।

সম্প্রতি চীনের বাণিচ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে উৎপাদন করা প্রযুক্তি পণ্য ও সেবা বিভিন্ন দেশের বাজারে প্রতিযোগিতা করে টিকেই কেবল থাকছে না বরং সামনের সারিতে জায়গা করে নিয়েছে।

ওয়াং তোংতাং, পরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn