বাংলা

‘চলতি বাণিজ্য’-২৭

CMGPublished: 2023-07-21 14:38:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ওষুধ প্রস্তুতকারী এমনই একটি কোম্পানি ব্রাক্কো সিনে ফার্মাসিউটিক্যালস। চীনে এসে গঠন করা হয়েছে সাংহাই ব্রাক্কো সিনে ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ভালতেরো ক্যানেপা জানান, চীনের কাঁচামাল দিয়েই ওষুধ তৈরি করে বাজার ধরতে চান তারা।

ভালতেরো ক্যানেপা, ব্যবস্থাপক, সাংহাই ব্রাক্কো সিনে ফার্মাসিউটিক্যালস

“আমাদের এমন কিছু পণ্য আছে যা পুরোপুরি ইউরোপে তৈরি হয় এবং সেখান থেকেই আমদানি করতে হয়। সেসব পণ্য আমরা এখানে কেবল নতুন করে প্যাকেট করি। আমরা এই পদ্ধতির পরিবর্তন ঘটাতে চাই। আমরা বরং এখানকার কাঁচামাল দিয়ে চীনেই কিছু পণ্য উৎপাদন ও স্থানীয় বাজারে সরবরাহ করতে চাই।“

২০১৬ সালে চীন সরকার ‘হেলদি চায়না ২০৩০’ উদ্যোগ গ্রহণ করে। এর ফলে দীর্ঘ মেয়াদে বিদেশী ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রস্তুতকারী কোম্পানিগুলোকে চীনে বিনিয়োগে উৎসাহ পায়। এরই ধারাবাহিকতায় চীনের সাংহাইতে নতুন প্রকল্প হাতে নেয় সাংহাই ব্রাক্কো সিনে ফার্মাসিউটিক্যালস।

এশিয়ার দেশ হিসেবে ইতালির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। গেল ২০২২ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিলো প্রায় ৮০ বিলিয়ন মার্কিন ডলার।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn