চলতি বাণিজ্যের পর্ব ২২
আমরা মনে করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর অনেক সুযোগ তৈরি হয়েছে। তারাও আমাদের মেধাস্বত্ত্বকে স্বীকার করে নিয়ে এখানে ব্যবসা ও বিনিয়োগ করতে স্বাগত জানিয়েছে।
সম্প্রতি চীনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নয়ন করতে চাওয়ার নানা কারণের মধ্যে আছে মধ্যপ্রাচ্যের অর্থনীতির বহুমূখীকরণ ও তরুণদের নানা ক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলা। তাইতো এসব লক্ষ্য পূরণ করতে আরব দেশ ও চীনের মধ্যে আধুনিক ‘সিল্ক রোড’ তৈরিরও ঘোষণা দিয়েছে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয়।
সম্মেলনের এক পর্যায়ে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের বিনিয়োগ উপমন্ত্রী সালেহ খাবতি বলেন, চীনের প্রস্তাব করা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে খুব সহজে ইউরোপের সঙ্গে এশিয়া ও আফ্রিকা মহাদেশের সংযাগ ঘটানো যাবে। তিনি বলেন, এই সংযোগ ৩ মহাদেশে বিনিয়োগ যেমন বাড়বে তেমনি অর্থনৈতিক নানা সূচকে এগিয়ে যাবে এখানকার আর্থ-সামাজিক পরিস্থিতি। চীনা গণমাধ্যমে দেওয়া স্বাক্ষাৎকারে তিনি বলেন, ১০ম আরব-চীন বিজনেস কনফারেন্স এসব সম্ভাবনাকে আরও জীবন্ত করে তুলেছে।
সালেহ খাবতি, বিনিয়োগ উপমন্ত্রী, সৌদি আরব
“চীনা কোম্পানির সঙ্গে সহযোগিতা কেবল কেমিকেল ও জ্বালানী খাতেই সম্ভাবনাই উন্মুক্ত করেনি বরং রিয়েল এস্টেট, উচ্চ প্রযুক্তি সম্পন্ন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রেও সুযোগ বাড়িয়েছে। সৌদি আরব, আরব বিশ্বের অন্যান্য দেশ ও চীনের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে অসীম সম্ভাবনা উন্মুক্ত হয়েছে।“
সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রনালয়ে বলছে, মেরিটাইম সিল্ক রোডের সঙ্গে যুক্ত হয়ে ৩ মহাদেশের সঙ্গে চীনের সংযোগ ঘটিয়ে দেওয়ার অনন্য সম্ভাবনা আছে সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত শহরগুলোর। এতে আফ্রিকা থেকে পণ্য মাত্র ৪ দিনে সহজে ও কম খরচে পৌঁছে যেতে পারবে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে। এ কারণে নিজ দেশের পশ্চিমাঞ্চলে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানায় সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, এই সংযোগ আরব বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ যেমন বাড়াবে বাণিজ্য ও অবকাঠামো উন্নয়ন এবং কানেক্টিভিটি তৈরি হবে, বাড়বে কর্মসংস্থান।