চলতি বাণিজ্যের পর্ব ২২
হায়ার স্মার্ট হোমের চেয়ারম্যান ও প্রসিডেন্ট লি হুয়াছাং বলেন, হায়ার ইকোলজিক্যাল পার্ক হতে যাচ্ছে কোম্পানিটির একটি আঞ্চলিক উৎপাদন কেন্দ্র। এখান থেকেই মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, পূর্ব আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে পণ্য সরবরাহ করা সম্ভব হবে।
কোম্পানি প্রোফাইল:
চীনে দুই অংকের ব্যবসা প্রবৃদ্ধি অর্জনে মরিয়া ক্রাফ্ট হাইন্জ
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনে নিজেদের পণ্যের বাজার দ্বিগুণ সম্প্রসারণ করতে মোটা অংকের বিনিয়োগ নিয়ে আসছে মার্কিন খাদ্য ও কোমলপানীয় উৎপাদনকারী জায়ান্ট ব্র্যান্ড ক্রাফ্ট হাইন্জ। কোম্পানিটির বিশ্বাস করোনা পরবর্তী সময়ে বাজারে পণ্যের দ্বিগুণ চাহিদা তৈরি করতে সক্ষম হবে তারা। লক্ষ্য অর্জনে এরইমধ্যে ধারাবাহিক বিনিয়োগ কার্যক্রম শুরু করেছে কোম্পানিটি।
ক্রাফ্ট হাইন্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিগুয়েল প্যাট্রিকো জানান, বাজারে চাহিদার গতিপ্রকৃতি বুঝে কার্যক্রম পরিচালনা করছেন তারা। তবে গ্রাহকদের পছন্দকেই সবার আগে গুরুত্ব দিচ্ছেন তারা।
চীনা গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাট্রিসিও জানান, চীনা বাজারের আকার বিশাল। তিনি জানান, বাজারের আকার বিবেচনায় চীনে তাদের কার্যক্রম খুবই ছোট পরিসরে আছে। চীনের ১৪০ কোটি জনসংখ্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে খাদ্যের মতো খাতে এখানকার বাজারে ভালো ব্যবসার সুযোগ আছে।
চীনে বিনিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে কোম্পানিটি সিঙ্গাপুর থেকে তাদের এশিয়া অঞ্চলের সদর দফতর সাংহাইতে স্থানান্তর করেছে। এখানে একটি এক্সপেরিয়েন্স সেন্টার চালু করতে ব্যয় করেছে ২৭ মিলিয়ন ইউয়ান। এই সেন্টারে প্রতিষ্ঠা করা হয়েছে ওয়েস্টার্ন কিচেন, চাইনিজ কিচেন, সস ও অন্যান্য পণ্যের প্যাকেজিং ল্যাব। অন্যদিকে ২০২১ সালে শানতোং প্রদেশে কেচাপ উৎপাদন কারখানা স্থাপন করতে ব্যয় করেছে সাড়ে ৬ মিলিয়ন মার্কিন ডলার বা ৪৭ মিলিয়ন ইউয়ান। সব মিলিয়ে গেল ৫ বছরে কোম্পানিটি চীনে বিনিয়োগ করেছে প্রায় ২৮০ মিলিয়ন ইউয়ান।
বর্তমানে চীনের কেচাপ মার্কেটের ২৭ শতাংশ ক্রাফ্ট হাইন্জের দখলে। কোম্পানিটির প্রত্যাশা, চলতি বছর দুই অংকের প্রবৃদ্ধির দেখা পাবে চীনের বাজারে।