চলতি বাণিজ্যের পর্ব ২২
চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান
‘চলতি বাণিজ্য’
চলতি বাণিজ্যের ২২তম পর্বে থাকছে:
১. আধুনিক সিল্ক রোড তৈরি করবে চীন ও সৌদি আরব
২. চীনে দুই অংকের ব্যবসা প্রবৃদ্ধি অর্জনে মরিয়া ক্রাফ্ট হাইন্জ
৩. মিশরে কারখানা স্থাপন করছে হায়ার
আধুনিক সিল্ক রোড তৈরি করবে চীন ও সৌদি আরব
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: অর্থনীতির বহুমূখীকরণ ও তরুণদের নানা ক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আরব দেশ ও চীনের মধ্যে আধুনিক ‘সিল্ক রোড’ তৈরির ঘোষণা দিয়েছে সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয়। চীন ও আরব বিশ্বের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্ভাবনাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে সম্প্রতি শেষ হওয়া ১০ম আরব-চায়না বিজনেস কনফারেন্স। সৌদি আরবের রিয়াদে সম্প্রতি শেষ হওয়া ২ দিনব্যাপী এই সম্মেলনে কেবল এই দুই দেশ নয় বরং আরব বিশ্বের বিভিন্ন দেশ ও চীনা ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার এক দিগন্ত উন্মোচন করেছে। সম্মেলনে দুই পক্ষের মধ্যে অন্তত ৭০ বিলিয়ন ইউয়ান সমমূল্যের ৩০টি সহযোগিতা চুক্তি সই হয়েছে।
সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয় ১০ম আরব-চীন বিজনেস কনফারেন্স। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিলো সৌদি আরব ও চীনের মধ্যকার বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানো। তবে পুরো সম্মেলনে অন্যতম আলোচ্য বিষয় ছিলো চীনের প্রস্তাব করা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে সৌদি আরবের অংশগ্রহণ। কর্মকর্তারা বলছেন, বিশেষ করে সৌদি আরবের ভিশন-২০৩০ এবং চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মধ্যে আকাঙ্ক্ষার অনেক জায়গায় মিল আছে।
২০০৫ সাল থেকে শুরু হলেও চলতি বছরের এই সম্মেলনের অন্যতম দিক ছিলো উভয় দেশের সবচেয়ে বেশি সংখ্যক, প্রায় ৩ হাজার প্রতিনিধির অংশগ্রহণ। উভয় পক্ষের মধ্যে অর্থনীতি ও বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে অন্তত ৩০ টি চুক্তি ও সমঝোতা সই হয়। এসব চুক্তি ও সমঝোতা বাস্তবায়নে এই অঞ্চলে বিনিয়োগ করা হবে ৭০ বিলিয়ন ইউয়ান। সহযোগিতা বাড়বে জ্বালানী ও খনিশিল্প, সরবরাহ চেইনের উন্নয়ন, পর্যটন ও স্বাস্থ্যসেবাখাতে। এসব চুক্তিকে স্বাগত জানিয়ে চীনা বিনিয়োগকারী এবং বিজিআই জেনোমিক্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইন ইয়ে বলছেন, আরব বিশ্বের সঙ্গে ব্যবসার নতুন সম্ভাবনা উন্মুক্ত হলো।
ইন ইয়ে, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজিআই জেনোমিক্স কোম্পানি লিমিটেড