‘চলতি বাণিজ্য’-পূর্ব ১৮
পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ৩ মাসে সাংহাইয়ে ভোগ্যপণ্যের বাজার ৬৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এই বাণিজ্যের পরিমাণ গেল বছরের একই সময়ে তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেশি। কর্তৃপক্ষ বলছে, পরিসংখ্যানের নানা সূচক জানান দিচ্ছে, কোভিড পরবর্তী অর্থনীতি কেবল পুনরুদ্ধারই হচ্ছে না বরং স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের ফলে ক্রমেই আন্তর্জাতিক ভোগের কেন্দ্রে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সাংহাই।
ভিনদেশে চীন:
বেলগ্রেড-বুদাপেস্ট রেলপথ নির্মাণের জন্য স্টিল যাচ্ছে চীন থেকে
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: ইউরোপের বেলগ্রেড-বুদাপেস্ট রেলপথ নির্মাণের জন্য স্টিল সরবরাহ করা হচ্ছে চীন থেকে। চীনের ইনার মঙ্গোলিয়ায় অবস্থিত পাওতোও স্টিল ইউনিয়ন কোম্পানি লিমিটেড এ স্টিল উৎপাদন করছে।
এটি চীনের অন্যতম প্রধান স্টিল উৎপাদনকারী কোম্পানি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বেলগ্রেড-বুদাপেস্ট রেলপথের জন্য প্রথম ব্যাচের স্টিল উৎপাদন কাজ সম্পন্ন হয়েছে। প্রথম দফায় পাঠানো হবে ৬শ’ টন স্টিল।
গেল ডিসেম্বরে এই রেল পথ নির্মাণের জন্য ২২ হাজার ৬৩৫টন স্টিল সরবরাহের চুক্তি করে কোম্পানিটির মার্কেটিং বিভাগ। রেলপথ নির্মাণের উপযোগী ৫০ মিটার দৈর্ঘ্যের স্টিল এটাই প্রথম তৈরি করেছে কোম্পানিটি।
ইউরোপের বিভিন্ন দেশের মধ্যকার যোগাযোগের অন্যতম মাধ্যম সাড়ে ৩শ’ কিলোমিটার দীর্ঘ এই বেলগ্রেড-বুদাপেস্ট রেলপথ। বিশেষ করে চীনের প্রস্তাব করা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অন্যতম প্রকল্প এবং চীনের সঙ্গে মধ্য ও পূর্বাঞ্চলীয় ইউরোপের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।
কোম্পানি প্রোফাইল:
চীনে ৫ মিলিয়ন গাড়ি উৎপাদনের রেকর্ড স্পর্শ করলো বিএমডাব্লিউ
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউ ৫ মিলিয়ন বা ৫০ লাখ গাড়ি উৎপাদনের রেকর্ড ছুঁয়েছে। বিএমডাব্লিউ ব্রিলিয়ান্স অটোমোটিভ লিমিটেড –বিবিএ এ খবর জানায়। বিএমডাব্লিউ’র উৎপাদন কারখানাটি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ের রাজধানী শেনইয়াংয়ে অবস্থিত।
বিবিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও চীনের বিএমডাব্লিউ ব্রিলিয়ান্সের প্রেসিডেন্ট ফ্রান্জ ডেকার জানান, ৫০ লাখ গাড়ির সবগুলোর নতুন প্রযুক্তির বিদ্যুৎচালিত। ই-ড্রাইভ-ফরটি এল মডেলের গাড়িগুলো এরইমধ্যে বাজারে ছাড়ার জন্য প্রস্তুত বলে জানায় কোম্পানিটি।
২০২২ সালে চীনে ৪২ লাখ গাড়ি তৈরি করে বিএমডাব্লিউ। চলতি বছর এই কোম্পানির গাড়ি বিক্রির হার ৯১ শতাংশ বেড়েছে।
শেনইয়াংয়ের এই কারখানাটি বিএমডাব্লিউ’র সবচেয়ে বড় উৎপাদন হাব। বছরে এখানে ৮ লাখ ৩০ হাজার গাড়ি তৈরি করা সম্ভব।