বাংলা

‘চলতি বাণিজ্য’-পূর্ব ১৮

CMGPublished: 2023-05-19 14:43:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান‘চলতি বাণিজ্য’

চলতি বাণিজ্যের ১৮তম পর্বে থাকছে:

১. সাংহাই পরিণত হচ্ছে আন্তর্জাতিক ভোগের কেন্দ্র

২. বেলগ্রেড-বুদাপেস্ট রেলপথ নির্মাণের জন্য স্টিল যাচ্ছে চীন থেকে

৩. চীনে ৫ মিলিয়ন গাড়ি উৎপাদনের রেকর্ড স্পর্শ করলো বিএমডাব্লিউ

সাংহাই পরিণত হচ্ছে আন্তর্জাতিক ভোগের কেন্দ্র

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: নান্দনিক স্থাপনা ও সাংস্কৃতিক বৈচিত্র উপভোগ করতে এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে সারা বছরই পর্যটকের আনাগোনা থাকে সাংহাইতে। বিশেষ করে নিজেদের উৎপাদন করা সেরা পণ্যের বিভিন্ন ব্র্যান্ডের সমাহার আছে এখানে। এখানেই মিলবে বিশ্ব মানের ভোগ্যপণ্য, আনন্দ উপযাপন ও কেনাকাটার যাবতীয় অনুসঙ্গ। ফলে চীনের বাণিজ্যিক নগরী সাংহাই ক্রমেই পরিণত হচ্ছে আন্তর্জাতিক ভোগের কেন্দ্র হিসেবে।

চীনের একটি বিশ্বমানের শহর সাংহাই। এখানে যেমন রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা তেমনি চীনের সংস্কৃতিরও শক্তিশালী প্রতিনিধিত্ব করে এই সাংহাই।

সাংহাইতে কাজ করে নামকরা সব গণমাধ্যম, আছে ফ্যাশন পণ্য থেকে শুরু করে নানা প্রযুক্তি পণ্য। জমজমার ব্যবসা পরিবহন খাতেও।

সাংহাইতে ঘুরে বেড়ানোর নানা জায়গা আছে, আছে শপিংয়ের নানা ব্যবস্থা। যে কোন পর্যটক চাইলে ঘুরতে ঘুরতেই সেরে ফেলতে পারবেন প্রয়োজনীয় শপিং। এ জন্য মলগুলো প্রস্তুত রাখা হয়েছে সার্বক্ষণিক, বিশেষ ব্যবস্থায়। বিশেষ করে চীনের নিজস্ব অসংখ্য ব্র্যান্ডের আকর্ষণীয় সব পণ্যের দেখা পাওয়া যাবে সাংহাইতে। সম্প্রতি চীনের দ্বীপ প্রদেশ হাইনানের ৬৮টি ব্র্যান্ডের পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয় এখানে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হাইনানের সুগন্ধি শিল্পে ব্যবহার করা আগারউডের নানা ব্যবহার।

আগারউড হল এমন একটি সুগন্ধি কাঠ যা ধুপ, সুগন্ধি এবং ছোট খোদাইয়ের কাজে ব্যবহার করা হয়। এটিই এখন চীনের এই অঞ্চলের সেরা ও জনপ্রিয় পণ্যের স্বীকৃতি পেয়েছে বলে জানান সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা হান ইয়ানতিং।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn