বাংলা

‘চলতি বাণিজ্য’-পূর্ব ১৮

CMGPublished: 2023-05-19 14:43:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হান ইয়ানতিং,

ভাইস প্রেসিডেন্ট, হাইনান ইয়ুনহাই ইউয়ে ফরেস্ট্রি কোম্পানি লিমিটেড

“হাইনানের আগার শিল্পকে একটি ভালো ব্র্যান্ডে পরিণত করতে হলে উৎপাদন শিল্পের পর্যায়ে নিতে হবে আবার পণ্যের জনপ্রিয়তাও বাড়াতে হবে। এমন পর্যায়ে নিতে হবে যেন এটি সত্যিই সাধারণ মানুষের কাজে লাগে।“

তিনি জানান, এখানকার এই শিল্প পণ্যটি বর্তমানে চীনজুড়ে প্রায় আড়াই হাজার মার্কেটে পাওয়া যায়। এর পাশাপাশি ২৪ হাজার স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান, আড়াই লাখ ক্লিনিক ও সেবা প্রতিষ্ঠানে পাওয়া যায়। বিশেষ করে দেশের ৩ লাখ চেইন ফার্মাসিতেও এই পণ্যটি পাওয়া যাবে।

চীনের হাইনান উন্নয়ন ও সংস্কার কমিশনের গবেষক উ কুয়ানচৌ জানান, আগর কাঠের মাধ্যমে যে আকর্ষণীয় শিল্পকর্ম তৈরি করা হয় তার বাজার মূল্য প্রায় ১ লাখ মার্কিন ডলার। তিনি বলেন, ২০২৩ সালের ব্র্যান্ড দিবসে হাইনানের ৬৮টি ব্র্যান্ডের পণ্য প্রদর্শন করা হয় চীনের সাংহাইতে। কেবল চীনা নয় বরং সারা বিশ্বের ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য অনলাইন ও অফলাইন দুইভাবে আয়োজন করা হয় প্রদর্শনীর। এই কর্মকর্তা জানান, দেশ-বিদেশের ভোক্তা ও পর্যটকদের আকর্ষণ করতে চীনের নিজস্ব ব্র্যান্ডগুলোর মানোন্নয়নের ব্যাপারে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে সরকার।

উ কুয়ানচৌ, গবেষক, হাইনান উন্নয়ন ও সংস্কার কমিশন

“আমরা আমাদের ব্র্যান্ডগুলোর মানোন্নয়নের ব্রাপারে নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। নতুন নতুন উদ্ভাবন ও পরীক্ষানীরিক্ষা চালাচ্ছি। মেধাস্বত্বের ব্যাপারে সচেতন আছি। ২০১৮ সালের তুলনায় ২০২২ সালে এসে হাইনানে পেটেন্টের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে।“

এদিকে, চলতি বছর সাংহাইয়ের শপিং এলাকা, বিনোদন ও পর্যটন এলাকা এবং নানা ধরনের সেবাধর্মী কার্যক্রমগুলোকে এক করে বিশেষ পরিকল্পনা হাতে নেয় স্থানীয় কর্তৃপক্ষ। এই উদ্যোগের অন্যতম ছিলো শপিং ফেস্টিভ্যাল। সাংহাইয়ের নতুন আন্তর্জাতিক পণ্য ও ইন্টারন্যাশনাল বিউটি ফেস্টিভ্যাল ছিলো এর গুরুত্বপূর্ণ অংশ।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn