‘চলতি বাণিজ্য’-পূর্ব ১৮
সাংহাই মিউনিসিপ্যাল কমিশন অব কমার্স জানায়, বিদেশী ক্রেতাদের একটি গুচ্ছ শপিং এরিয়া নির্মাণ ও জাতীয় আমদানি বাণিজ্যের জন্য আলাদা একটি এলাকা তৈরির কাজ করছেন তারা।
লিউ মিন, উপ-পরিচালক, সাংহাই মিউনিসিপ্যাল কমিশন অব কমার্স
“আমরা বেশ কিছু নীতি ও পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন গ্রাহক ধরে রাখতে, বাজারে পণ্যের চাহিদা বাড়াতে এবং ক্রেতাদের প্রয়োজনীয় পণ্যগুলোর যোগান নিশ্চিত করতে সারা বছরই কিছু না কিছু প্রচারণামূলক কার্যক্রম চলবে। এসব কার্যক্রমের মাধ্যমে আমরা সাংহাইকে বৈশ্বিক ভোগের একটি কেন্দ্র হিসেবে পরিণত করবো।”
শুধুই কি কেনাকাটা? না, সাংহাইয়ের ঐতিহাসিক স্থাপনা, আর্ট গ্যালারি, জাদুঘর ও প্রাকৃতিক নৈসর্গিক স্থানগুলো যেন দুহাত বাড়িয়ে ডাকছে পর্যটকদের।
এখানকার হুয়াংপু ও সুছৌ নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে পৌছে যেতে পারবেন অনেক দূর। নদীতীরের সুশীতল বাতাস, ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে নিশ্চয়ই হারাবে মন। আবার আশপাশের পার্কগুলোর প্রাকৃতিক পরিবেশও কাছে টানে দেশি-বিদেশী পর্যটকদের। তাইতো সাংস্কৃতিক পর্যটনের বিকাশে এসব বিনোদন স্থানগুলোকে কেন্দ্র করেও ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।