বাংলা

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান

CMGPublished: 2023-04-21 18:58:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘চলতি বাণিজ্য’

চলতি বাণিজ্যের ১৪ম পর্বে থাকছে:

১. হাইনান এক্সপো: ক্রেতা ও বিনিয়োগ আকর্ষণের প্ল্যাটফর্ম

২. মালয়েশিয়ার গাড়িশিল্পের ইলেক্ট্রিক রূপান্তর ঘটাচ্ছে চীন

৩. চীনে কার্যক্রম বাড়িয়েই চলেছে জার্মান স্বাস্থ্যসেবা কোম্পানি

হাইনান এক্সপো: ক্রেতা ও বিনিয়োগ আকর্ষণের প্ল্যাটফর্ম

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: বিপুল সংখ্যক দেশি-বিদেশি ক্রেতা ও বিনিয়োগ আকর্ষণ করে পর্দা নামলো ৬ দিনব্যাপী চীনের বিখ্যাত ভোগ্যপণ্য প্রদর্শনী বা হাইনান এক্সপো। দক্ষিণ চীনের হাইনান প্রদেশে তৃতীয় বারের মতো বসে এই আন্তর্জাতিক মেলা। এবারের মেলায় অংশ নেয় চিলি, ফ্রান্স ও জার্মানিসহ সারা বিশ্বের ৬৫টি দেশ ও অঞ্চলের ৩ হাজার ৩শ’ বাণিজ্যিক প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর চীনের বাজারে প্রবেশ ও চীনে বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই ভোগ্যপণ্য মেলা। দেখুন আমার তৈরি করা একটি প্রতিবেদন।

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানের রাজধানী হাইকৌ শহরে বসে বিভিন্ন দেশের মানুষের মিলন মেলা। সাধারণ মানুষ নয়, বরং বিশ্বের সেরা ৫শ’ কোম্পানির ৩০জন প্রধান নির্বাহীসহ শীর্ষ কর্মকর্তারা আসেন এখানে। বিভিন্ন দেশ থেকে আসেন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা। এর পাশাপাশি স্থানীয় আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কর্মকর্তারাতো আছেনই।

লক্ষ্য, চীনের বিশাল বাজারে নিজেদের উৎপাদন করা সেরা পণ্যটি প্রদর্শন। পাশাপাশি লক্ষ্য চীনের বাজারে বিনিয়োগ করে বাড়তি লাভের ভাগ বুঝে নেওয়া।

পরিসংখ্যান বলছে, চীনের ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ৪০ কোটিই মধ্যবিত্ত শ্রেণির। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এই বাজার ধরতে মরিয়া বিভিন্ন দেশের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টরা বলছেন, চীনের বাজারে বিদেশি কোম্পানিগুলোর প্রবেশ ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এক বিশাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এই আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা বা হাইনান এক্সপো।

এমনই একটি প্রতিষ্ঠান চাইনিজ অ্যাকাডেমি অব ট্রপিক্যাল এগ্রিকালচারাল সায়েন্স। নিজেদের উদ্ভাবন করা সেরা পণ্যগুলো আন্তর্জাতিক অঙ্গনের গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতেই মেলায় হাজির হয়েছে এই প্রতিষ্ঠানটি। এখানকার টেকনোলজি ট্রান্সফার সেন্টারের পরিচালক লিয়াও জিরং জানান, এখন পর্যন্ত ৪শ; রকমের জলবায়ু সহনশীল কৃষি পণ্য উৎপাদন করছেন তারা।

লিয়াও জিরং, পরিচালক, চাইনিজ অ্যাকাডেমি অব ট্রপিক্যাল এগ্রিকালচারাল সায়েন্স

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn