চলতি বাণিজ্যের ১২ম পর্ব
ক্যাং ইয়াংলাই, প্রধান নির্বাহী কর্মকর্তা, স্পেস পাইওনিয়ার
“ছ্যাংচিয়াক্যাং শহরে আমাদের যে উৎপাদন সুবিধা তা পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করছি আমরা। এখানে আমাদের বছরে ৩৮টি সম্পূর্ণ রকেট ও ৫০০টি রকেট ইঞ্জিন তৈরির সক্ষমতা আছে। সামনের দিনগুলোতে আরো বেশি রকট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।“
এই রকেটটি একটি দূর নিয়ন্ত্রিত স্যাটেলাইট বহন করে নিয়ে যায়। এই স্যাটেলাইটটি বিভিন্ন রকম কারিগরি পরীক্ষা-নীরিক্ষা, ছবি ও ভিডিও ধারণসহ নানা কাজে ব্যবহার করা যাবে।
বিশ্লেষকরা বলছেন, মহাকাশখাতের গবেষণায় চীনের বেসরকারি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর দারুণ এস সফলতা এই রকেট উৎক্ষেপণ।
ভিনদেশে চীন:
কানাডার খনি শিল্প: চীনা কোম্পানির বিপুল বিনিয়োগ
চীন আন্তর্জাতিক বেতার: এবার কানাডায় ব্যবসা কার্যক্রম সম্প্রসারণে নজর দিয়েছে চীনা খনি শিল্প প্রতিষ্ঠান সিনোমাইন রিসোর্স। সম্প্রতি কানাডার একটি খনিজ শিল্প প্রকল্পে ১৭৬ মিলিয়ন কানাডিয়ান ডলার বা ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে তারা। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম রাসায়নিক পণ্যের উৎপাদন ও সরবরাহে ব্যাপক প্রভাব তৈরির কথা জানিয়েছে কোম্পানিটি।
চীন আন্তর্জাতিক বেতার: চীনা খনি শিল্প প্রতিষ্টান সিনোমাইন রিসোর্স কানাডায় একটি খনিজ শিল্প প্রকল্পে ১৭৬ মিলিয়ন কানাডিয়ান ডলার বা ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে। সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন সহায়ক সংস্থা ট্যানটালাম মাইনিং কর্পোরেশন অফ কানাডা -ট্যানকো সম্প্রতি এ তথ্য জানিয়েছে।