চলতি বাণিজ্যের ১২ম পর্ব
চলতি বাণিজ্যের ১২ম পর্বে থাকছে:
১. কয়লাভিত্তিক তরল জ্বালানীর রকেট উৎক্ষেপণ, বাণিজ্যিক সম্ভাবনা
২. কানাডার খনি শিল্প: চীনা কোম্পানির বিপুল বিনিয়োগ
৩. চীনে বিনিয়োগ বাড়িয়েই চলেছে সুইডেনের ইলেক্ট্রোলাক্স
কয়লাভিত্তিক তরল জ্বালানীর রকেট উৎক্ষেপণ, বাণিজ্যিক সম্ভাবনা
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: কয়লাভিত্তিক তরল জ্বালানী ব্যবহার করে এই প্রথমবারের মতো রকেট উৎক্ষেপণ করেছে চীন। তবে কোন সরকারি প্রতিষ্ঠান নয়, চীনের একটি ব্যক্তিমালিকানাধীন বেসরকারি অ্যারোস্পেস কোম্পানি চালিয়েছে এই অভিযান। সম্প্রতি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি মহাকাশে পাঠানো হয়। বিশ্লেষকরা বলছেন, মহাকাশে বাণিজ্যিক কার্যক্রমে এক ভিন্ন মাত্রা যোগ করবে এই বেসরকারি রকেট উৎক্ষেপণ।
এপ্রিলের দ্বিতীয় দিন। বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৮ মিনিট। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে তৈরি হয় আরো একটি সফলতার গল্প।
বিশ্বে প্রথমবারের মতো কয়লাভিত্তিক তরল জ্বালানী ব্যবহার করে মহাকাশের উদ্দেশ্যে ছুটে যায় ক্যারিয়ার রকেট টিএল-টু ওয়াই ওয়ান। এর আগে তরল জ্বালানী চালিত রকেট নির্মাণ করে স্পেস এক্স, ভার্জিন অর্বিট কিংবা চীনের ল্যান্ডস্পেসসহ বিভিন্ন দেশের বেসরকারি সংস্থা। তবে এবারই সফলতার সঙ্গে রকেটটি কক্ষপথে প্রবেশ করে। ইতিহাস তৈরির এই ঘটনা সম্ভব করেছে চীনেরই বেসরকারি অ্যারোস্পেস কোম্পানি স্পেস পাইওনিয়ার।
প্রথমবারের মতো মহাকাশে উৎক্ষেপণ করা এই রকেট কোন প্রথাগত রকেট নয়। শতভাগ কয়লা-ভিত্তিক তরল জ্বালানী ব্যবহার করা হয়েছে এখানে। স্পেস পাইওনিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাং ইয়াংলাই জানান, উৎক্ষেপণের পর পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করেছে রকেটটি।