বাংলা

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান ‘চলতি বাণিজ্য’

CMGPublished: 2023-02-17 19:12:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চিয়াংসি ও কুয়াংতোং প্রদেশের বিভিন্ন শহরে স্টারবাক্সের আউটলেট। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানির লক্ষ্যই ছিলো মধ্য ও নিম্নবিত্ত গ্রাহকদের কাছে পৌছে যাওয়া। গেল বছরের সেপ্টম্বরে নেওয়া পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে চীনজুড়ে অন্তত ৩ হাজার কফিশপ আউটলেট প্রতিষ্ঠা করা। স্টারবাক্স চায়নার প্রধান পরিচালন কর্মকর্তা লিউ ওয়েনচুয়ান জানান, উত্তর আমেরিকার বাইরের কোন দেশে এটাই কোম্পানিটির সবচেয়ে বেশি সম্প্রসারণ।

চীনের বাজার বিশ্লেষণকারী প্রতিষ্টান আই-রিসার্চ কনসালটেন্সি বলছে, বড় শহরগুলোতে প্রতিযোগিতা বেশি হওয়ায় ছোট ছোট শহরের সব পর্যায়ের ভোক্তাকে লক্ষ্য করে নীতি সাজিয়েছে এই পশ্চিমা কোম্পানিটি।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn