চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-অর্থনীতি-বাণিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক আয়োজন ‘চলতি বাণিজ্য’
“সাধারণ সম্পাদক সি’র সঙ্গে ভিডিও কলে কথা আমার সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা তা হলো চাল, ফল ও সবজির সরবরাহ নিয়ে তার চিন্তা। খাবারইতো মানুষের সবচে য়ে প্রয়োজনীয় উপাদান। আর এ বিষয়েই প্রেসিডেন্ট সি সবচেয়ে বেশি যত্ন নেন আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ আমি এই সবজির ব্যবসার করি বহু বছর ধরে। এই মার্কেটেই আমার ব্যবসা ২০ বছরের বেশি সময় ধরে। বসন্ত উৎসবের এই সময়টাতে আমাদের আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হয় যেন এখানকার মানুষ ছুটির সময়ে কমদামে ভালো সবজিটা নিতে পারে। প্রেসিডেন্ট সি আমাদের সঙ্গে কথা বলার কারণে আমরা আরো জোর প্রস্তুতি নিয়েছি।“
বাজারের ব্যবসায়ীরা বলছেন, তাদের বিশ্বাস সামনের দিনগুলোতে ব্যবসার পরিস্থিতি আরো ভালো হবে। কোভিড পরিস্থিতিতে আগের চেয়ে নানা বিধিনিষেধ শিথিল করা হয়েছে মন্তব্য করে তারা বলছে, এসব পদক্ষেপের ফল পাওয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, ভিডিও কলে প্রেসিডেন্ট সি চিনপিং বাজারে পণ্যের সরবরাহ ব্যবস্থাপনার ব্যাপারেও খোঁজ খবর নিয়েছেন।
ব্যবসায়ীদের একজন সবজির পাইকারি বিক্রেতা লি ছংকুয়ে। তিনি জানান, মানুষের মৌলিক চাহিদা পূরণের ব্যাপারে প্রেসিডেন্টের খোঁজখবর নেওয়ার রীতি বেশ উৎসাহব্যঞ্জক।
লি ছংকুয়ে, সবজি বিক্রেতা, সিনফাতি পাইকারি বাজার