বাংলা

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-অর্থনীতি-বাণিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক আয়োজন ‘চলতি বাণিজ্য’

CMGPublished: 2023-01-27 17:15:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বাণিজ্যের ২য় পর্বে যা থাকছে:

১. বসন্ত উৎসবে চাঙ্গা চীনের অভ্যন্তরীণ পণ্যের বাজার

২. চীনা পর্যটকদের আগমনে চাঙ্গা আসিয়ান দেশগুলোর পর্যটনখাত

৩. সারা বিশ্বে সহজ ও উন্নত রেলপরিবহন সেবা দিচ্ছে চীনের সিআরআরসি কর্পোরেশন

বসন্ত উৎসবে চাঙ্গা চীনের অভ্যন্তরীণ পণ্যের বাজার

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চলতি বসন্ত উৎসবে চাঙ্গা চীনের অভ্যন্তরীণ পণ্যের বাজার। এর অন্যতম কারণ প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সরাসরি তত্বাবধান। উৎসব শুরুর আগে বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ ঠিক রাখতে নিজে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে নিজে কথা বলেন প্রেসিডেন্ট সি চিনপিং, জানান নতুন বছরের শুভেচ্ছা। সংশ্লিষ্টরা বলছেন, সি চিনপিংয়ের নির্দেশনার পর আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করছেন বাণিজ্যখাতের কর্মীরা। ফলে এর প্রভাব পড়েছে বাজারেও।

চীনের রাজধানী বেইজিংয়ের কাছের একটি পাইকারি বাজার সিনফাতি। নববর্ষের ছুটিতে মানুষের যে অতিরিক্ত পণ্যের প্রয়োজন, তা পূরণে চলছে ব্যবসায়ীদের প্রস্তুতি।

অন্যান্য বছরের মতো এবারো ব্যবসায়ীরা নিয়েছেন একটু বাড়তি প্রস্তুতি। বিশেষ করে উৎসব উদযাপনের জন্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে যেন ঘাটতি না হয় সেদিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর। মানুষের এই প্রয়োজন পূরণে আরো বেশি জোর প্রস্তুতির কারণ, এবার প্রেসিডেন্ট সি চিনপিং সরসারি খোঁজ নিয়েছেন সরবরাহ ব্যবস্থার। গুরুত্ব দেন খাদ্যশস্য, ভোজ্য তেল, ডিম, দুধ, ফল ও সবজিসহ পণ্যের উৎপাদন বাড়ানো এবং ঠিক মতো ব্যবসা পরিচালনা করার ওপর।

কু চিলং, সবজি বিক্রেতা, সিনফাতি পাইকারি বাজার

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn