পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের আবাসভূমি হাইনান
এক পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ক সময়ে এই দ্বীপ প্রদেশে বিনিয়োগের পরিমাণ বেড়েছে ৩৬ দশমিক ৯ শতাংশ পর্যন্ত। এর মাধ্যমে চীনে বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্য প্রদেশের তুলনায় ৭ম অবস্থানে এসে দাঁড়িয়েছে হাইনান।
চিয়া বিংচুন, বোর্ড চেয়ারম্যান, তাতাং হাইনান বিদ্যুৎ উন্নয়ন কোম্পানি লিমিটেড
“বর্তমানে আমরা দুটি বড় আকারের অফশোর বায়ু বিদ্যুৎকেন্দ্র ইয়াংপু ও তোংফ্যাং নির্মাণ করছি। এই কেন্দ্র দুটির কার্যক্রম শুরুর পর আশা করছি বছরে ৫৫ বিলিয়ন ইউয়ানের বেশি মূল্যের বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এ সময়ের মধ্যে আমাদের অফশোর বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ১০০ বিলিয়ন ইউয়ানের উপরে চলে যাবে। আমাদের প্রত্যাশা ধারাবাহিক আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রির কাজও শেষ হবে।“
বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরিসংখ্যান বলছে, হাইনানে বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য গেল বছর যে প্রচারণা কার্যক্রম চালানো হয় তাতে ২১টি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়। বিশেষ করে এই অঞ্চলে যৌথভাবে বিনিয়োগের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করে অনেক প্রতিষ্ঠান। সেখানে বিনিয়োগের পরিমাণ ছিলো ৪৫ বিলিয়ন ইউয়ান বা ৬ বিলিয়ন মার্কিন ডলার। এই বিনিয়োগের পরিমাণ প্রাক্কলিত বিনিয়োগের পরিমাণের চেয়েও ৩০ বিলিয়ন ইউয়ান বা ৪ বিলিয়ন মার্কিন ডলার বেশি।