পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের আবাসভূমি হাইনান
সং লেইচিয়ান, মহা-ব্যবস্থাপক, সাংহাই শাখা, সাংহাই ইলেক্ট্রিক উইন্ড পাওয়ার গ্রুপ কোম্পানি লিমিটেড
“আমরা সবার আগে চেষ্টা করছি আরো ভালো মানের উইন্ড টার্বাইন তৈরি করা যায় কি না। একইসঙ্গে আমরা পরিকল্পনা করছি আপস্ট্রিম শিল্পচেইন গড়ে তোলার যেমন অতিরিক্ত লম্বা ব্লেড, কনভার্টার ও গিয়ারবক্স ইত্যাদি। অফশোর নির্মাণ ও এ সংক্রান্ত পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলোকে হাইনানে নিয়ে আসা যায় কি না সে বিষয়টি আমাদের বিবেচনায় আছে।“
হাইনান প্রদেশের জন্য যে বিশদ জ্বালানী সংস্কার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তাতে দেখা যায়, বায়ুবিদ্যুৎ উৎপাদন শিল্পের বিকাশের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে এই দ্বীপটিকে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।