বাংলা

পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের আবাসভূমি হাইনান

CMGPublished: 2022-12-30 18:04:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: বিস্তীর্ণ জলাধার ও বিশাল খোলা জায়গা হয়ে উঠেছে চীনের দ্বীপ প্রদেশ হাইনানের আশির্বাদ। বায়ুচালিত টার্বাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করেছে এই প্রদেশ। বিশেষ করে গেল বছর একের পর এক বায়ুকল স্থাপন ও পরিবেশবান্ধব বিদ্যুতের জোগান দিয়ে মানুষের নজর কেড়েছে এই প্রদেশটি। পাশাপাশি চীনকে শক্তিশালী সমুদ্র অঞ্চল বিষয়ক অর্থনীতি ও পরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের আবাসভূমি হয়ে উঠেছে হাইনান।

চীনের দ্বীপ প্রদেশ হাইনান। দ্বীপটির চারদিকে থই থই পানি, আছে বিস্তীর্ণ খোলা জায়গা। ফলে বাতাসের বিপুল প্রবাহ ধরা দিয়েছে আশীর্বাদ হয়ে।

এমন বিশাল অঞ্চলই এখন বিদ্যুৎ উৎপাদনের সুযোগ করে দিয়েছে চীনকে। দক্ষিণাঞ্চলীয় এই দ্বীপটির বাতাসকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে বায়ুকল। আর সেসব থেকে উৎপন্ন হচ্ছে পরিবেশবান্ধব বিদ্যুৎ, ভবিষ্যতের নিরাপদ জ্বালানী।

কেবল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয়, সাগরভিত্তিক অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর অন্যতম কেন্দ্রও হয়ে উঠেছে হাইনান দ্বীপাঞ্চল। বিদ্যুৎ উৎপাদনের নানা কারখানা স্থাপন করা হচ্ছে এখানে, মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে খ্যাতি পেয়েছে হাইনান।

এক পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ক সময়ে এই দ্বীপ প্রদেশে বিনিয়োগের পরিমাণ বেড়েছে ৩৬ দশমিক ৯ শতাংশ পর্যন্ত। এর মাধ্যমে চীনে বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্য প্রদেশের তুলনায় ৭ম অবস্থানে এসে দাঁড়িয়েছে হাইনান।

চিয়া বিংচুন, বোর্ড চেয়ারম্যান, তাতাং হাইনান বিদ্যুৎ উন্নয়ন কোম্পানি লিমিটেড

“বর্তমানে আমরা দুটি বড় আকারের অফশোর বায়ু বিদ্যুৎকেন্দ্র ইয়াংপু ও তোংফ্যাং নির্মাণ করছি। এই কেন্দ্র দুটির কার্যক্রম শুরুর পর আশা করছি বছরে ৫৫ বিলিয়ন ইউয়ানের বেশি মূল্যের বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এ সময়ের মধ্যে আমাদের অফশোর বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ১০০ বিলিয়ন ইউয়ানের উপরে চলে যাবে। আমাদের প্রত্যাশা ধারাবাহিক আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রির কাজও শেষ হবে।“

বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরিসংখ্যান বলছে, হাইনানে বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য গেল বছর যে প্রচারণা কার্যক্রম চালানো হয় তাতে ২১টি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়। বিশেষ করে এই অঞ্চলে যৌথভাবে বিনিয়োগের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করে অনেক প্রতিষ্ঠান। সেখানে বিনিয়োগের পরিমাণ ছিলো ৪৫ বিলিয়ন ইউয়ান বা ৬ বিলিয়ন মার্কিন ডলার। এই বিনিয়োগের পরিমাণ প্রাক্কলিত বিনিয়োগের পরিমাণের চেয়েও ৩০ বিলিয়ন ইউয়ান বা ৪ বিলিয়ন মার্কিন ডলার বেশি।

সং লেইচিয়ান, মহা-ব্যবস্থাপক, সাংহাই শাখা, সাংহাই ইলেক্ট্রিক উইন্ড পাওয়ার গ্রুপ কোম্পানি লিমিটেড

“আমরা সবার আগে চেষ্টা করছি আরো ভালো মানের উইন্ড টার্বাইন তৈরি করা যায় কি না। একইসঙ্গে আমরা পরিকল্পনা করছি আপস্ট্রিম শিল্পচেইন গড়ে তোলার যেমন অতিরিক্ত লম্বা ব্লেড, কনভার্টার ও গিয়ারবক্স ইত্যাদি। অফশোর নির্মাণ ও এ সংক্রান্ত পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলোকে হাইনানে নিয়ে আসা যায় কি না সে বিষয়টি আমাদের বিবেচনায় আছে।“

হাইনান প্রদেশের জন্য যে বিশদ জ্বালানী সংস্কার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তাতে দেখা যায়, বায়ুবিদ্যুৎ উৎপাদন শিল্পের বিকাশের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে এই দ্বীপটিকে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn