পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের আবাসভূমি হাইনান
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: বিস্তীর্ণ জলাধার ও বিশাল খোলা জায়গা হয়ে উঠেছে চীনের দ্বীপ প্রদেশ হাইনানের আশির্বাদ। বায়ুচালিত টার্বাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করেছে এই প্রদেশ। বিশেষ করে গেল বছর একের পর এক বায়ুকল স্থাপন ও পরিবেশবান্ধব বিদ্যুতের জোগান দিয়ে মানুষের নজর কেড়েছে এই প্রদেশটি। পাশাপাশি চীনকে শক্তিশালী সমুদ্র অঞ্চল বিষয়ক অর্থনীতি ও পরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের আবাসভূমি হয়ে উঠেছে হাইনান।
চীনের দ্বীপ প্রদেশ হাইনান। দ্বীপটির চারদিকে থই থই পানি, আছে বিস্তীর্ণ খোলা জায়গা। ফলে বাতাসের বিপুল প্রবাহ ধরা দিয়েছে আশীর্বাদ হয়ে।
এমন বিশাল অঞ্চলই এখন বিদ্যুৎ উৎপাদনের সুযোগ করে দিয়েছে চীনকে। দক্ষিণাঞ্চলীয় এই দ্বীপটির বাতাসকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে বায়ুকল। আর সেসব থেকে উৎপন্ন হচ্ছে পরিবেশবান্ধব বিদ্যুৎ, ভবিষ্যতের নিরাপদ জ্বালানী।
কেবল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয়, সাগরভিত্তিক অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর অন্যতম কেন্দ্রও হয়ে উঠেছে হাইনান দ্বীপাঞ্চল। বিদ্যুৎ উৎপাদনের নানা কারখানা স্থাপন করা হচ্ছে এখানে, মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে খ্যাতি পেয়েছে হাইনান।