বাংলা

সি চিনপিংয়ের থাইল্যান্ড সফরের নানা সাফল্য

cmgPublished: 2022-11-24 19:54:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সি চিনপিং, চীনা প্রেসিডেন্ট

এ সময় সবার অংশিদাত্বের ক্ষেত্রে মানুষকেন্দ্রীক উন্নয়ন, উন্মুক্তকরণ, উন্নতমানের সংযোগ স্থাপন এবং স্থিতিশীল সরবরাহ ও শিল্পোৎপাদনসহ ৬দফা প্রস্তাবও দেন সি চিনপিং।

চলতি বছর পালিত হচ্ছে চীন-থাইল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৪৭তম বর্ষপূর্তি। একইসঙ্গে চীন-থাইল্যান্ড সমন্বিত কৌশলগত সহযোগিতার ১০তম বছর। সফরে চীন-থাইল্যান্ড যৌথ কর্মপরিকল্পনা সাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই দেশ সিল্করোড ইকোনমিক বেল্ট এবং ২১ শতকের মেরিটাইম সিল্ক রোডের উন্নয়নে কাজ করবে। সমঝোতা হয় আরো কিছু সহযোগিতামূলক কার্যক্রমের ব্যাপারে।

এদিকে এসব কার্যক্রমের পাশাপাশি থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালঙ্কর্ণ এবং রানি সুথিদা বাজরাসুধা-বিমালালাকশানার সঙ্গে বৈঠক হয় সি চিনপিং ও তার স্ত্রী ফেং লিইউয়ান।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn