বাংলা

সি চিনপিংয়ের থাইল্যান্ড সফরের নানা সাফল্য

cmgPublished: 2022-11-24 19:54:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: থাইল্যান্ডসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা সংস্থা অ্যাপেকের দেশগুলোর সফর করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। বিশেষ করে থাইল্যান্ডে ৩ দিনব্যাপী তার এই স্বস্ত্রীক সফরে অর্থনৈতিক ও বাণিজ্যিক নানা সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে চীন। বিশ্লেষকরা বলছেন, যেসব বিষয়ে একমত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ, কার্যকর হলে টেকসই ও অংশগ্রহণমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

১৭ নভেম্বর থাইল্যান্ডের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় চীনা প্রেসিডেন্ট সি চিনপিংকে বহনকারী এয়ার চায়নার বিশেষ বিমান। সঙ্গে ছিলেন স্ত্রী ফেং লিইউয়ান। স্বস্ত্রীক তাদের স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা। সঙ্গে ছিলেন উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

বিমানবন্দরের সড়ক জুড়ে নিজ নিজ দেশের পতাকা ও ব্যানার নিয়ে দাড়িয়ে ছিলেন থাইল্যান্ডে কর্মরত চীনা কর্মী ও শিক্ষার্থীসহ দুই দেশের নাগরিকরা। এ সময় হাত নেড়ে অতিথিদের স্বাগত জানান তারা।

চীনা কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট সি চিনপিংয়ের তিন দিনের এই সফর সফল হয়েছে। অগ্রগতি হয়েছে দুই দেশের উন্নয়ন পরিকল্পনার সহযোগিতামূলক পদক্ষেপগুলোর। এক লিখিত বক্তব্যে তিনি বলেন, পরস্পরের প্রতি প্রতিশ্রুতিশীল থেকে যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং এশিয়া-প্যাসিফিক সহযোগিতাকে সর্বোচ্চ পর্যায়ে নিতে চান তিনি।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn