বাংলা

বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাং: ‘ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে’

CMGPublished: 2022-10-28 20:52:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আফরিন মিম, চীন আন্তর্জাতিক বেতার: ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে বাংলাদেশের রাজধানীসহ অন্তত ২০ জেলায় বাড়ি ও উম্মুক্ত স্থানে, বিশেষ করে, পার্ক ও সামাজিক বনায়ন হয়েছে এমন এলাকায় অসংখ্য গাছ উপড়ে পড়েছে। লণ্ডভণ্ড হয়েছে অনেক এলাকা। ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার বাড়িঘর, জলোচ্ছ্বাসে ভেসে গেছে মাছের ঘের। ধসে গেছে কাঁচাপাকা বাড়ি, তলিয়ে গেছে মৌসুমি ফসল, নষ্ট হয়েছে ফল-ফলাদির গাছ। বিচ্ছিন্ন হয়েছে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা।

২৪ অক্টোবর সন্ধ্যায় ভোলার কাছ দিয়ে বাংলাদেশ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রাং।

প্রকৃতি ও আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূলে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ থেকে ৭৫ কিলোমিটার।

সিত্রাংয়ের প্রভাবে সারাদেশ জুড়েই নানা খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসনসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বরিশাল

ক্ষয়ক্ষতিতে বরিশাল জেলার অবস্থান তৃতীয়। এ জেলায় ১ হাজার ৮৪৩টি দিঘি, পুকুর ও খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ হাজার ৪১৬ জন খামারি ক্ষতির মুখে পড়েছেন। ভেসে গেছে ৫৮৫ মেট্রিক টন মাছ; এর মধ্যে পোনা ২৪ লাখ। ক্ষতি হয়েছে ৬ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা। পোনা ভেসে গেছে ৫৪ লাখ টাকার। অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৯৯ লাখ টাকার। মোট ক্ষতির পরিমাণ ৮ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকা।

ভোলা

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভোলা জেলায়। ভোলায় ৬ হাজার ২৮০টি দিঘি, পুকুর ও খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৩৭ তশমিক ৩৭ মেট্টিক টন মাছ ভেসে গেছে। ক্ষতির পরিমাণ অন্তত ৬ কোটি ৫৬ লাখ ৪ হাজার টাকা।

পটুয়াখালী

পটুয়াখালী জেলায় মোট ৬ কোটি ৮৯ লাখ টাকা ক্ষতি হয়েছে। পটুয়াখালীতে ২ হাজার ১৩২টি দিঘি, পুকুর ও খামারের এক হাজার ৮৫০ জন খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৪১৪ মেট্রিক টন মাছ ভেসে গেছে। এর মধ্যে নার্সারী মালিকের মাছের পোনা রয়েছে ৪৩ লাখ।

মাছ ভেসে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৪ কোটি ৬৫ লাখ টাকা। পোনা ভেসে যাওয়ায় নার্সারী মালিকের ক্ষতি হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। এছাড়া অন্যান্য অবকাঠামোর ক্ষতি হয়েছে ১ কোটি ২ লাখ টাকার। ৫০টি নৌকা ও ট্রলার ডুবে গেছে এ জেলার।

ঝালকাঠি

ঝালকাঠি জেলায় ৯১৪টি দিঘি, পুকুর ও খামার ভেসে গেছে। ক্ষতিগ্রস্তের সংখ্যা ৮৩১। মাছ ভেসে গেছে ৮৩ দশমিক ৭০ মেট্রিক টন। নার্সারী থেকে পোনা ভেসে গেছে ২ লাখ ১১ হাজার। ভেসে যাওয়া মাছের মূল্য ১ কোটি ৫৪ লাখ ১ হাজার টাকা। ভেসে যাওয়া পোনার মূল্য ১৩ লাখ ২৮ হাজার টাকা। অবকাঠামোগত ক্ষতি ১০ লাখ ৩৮ হাজার টাকা। মোট ক্ষতি হয়েছে এক কোটি ৭৭ লাখ ২১ হাজার টাকা।

বরগুনা

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn