দ্রুততম সময়ে পরিবহন সেবা, ঘুরে দাঁড়িয়েছে চীনের গ্রামীণ অর্থনীতি
“আমাদের ধারণা, এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে এখান থেকে অন্তত সাড়ে ১২ হাজার কেজি ফল বিক্রি করতে পারবো।“
চীনের রাষ্ট্রীয় ডাক পরিবহন ব্যুরোর তথ্য বলছে চলতি বছরের আগস্ট মাসে গ্রামাঞ্চলে মালামাল পরিবহনের পরিমাণ বেড়েছে। আগস্ট মাসে গ্রামাঞ্চল থেকে মালামাল পরিবহন হয়েছে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি।
পূর্ব চীনের ঝেচিয়াং প্রদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এখন পৌছে গেছে মালামাল পরিবহন সেবা। এখানে উৎপাদিন নানা রকমের ফলমূল প্যাকেট করে শহরের গ্রাহকদের দোরগোড়ায় পাঠানো হয় সরকারি প্রতিষ্ঠান চায়না পোস্টের মাধ্যমে। বিশেষ করে এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ গ্রামে এ সেবা পৌছে গেছে। পরিসংখ্যান বলছে, আগস্ট মাসে সংস্থার বাণিজ্যের পরিমাণ বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ হারে।
লিউ চিয়াং, উপপরিচালক, স্টেট পোস্ট ব্যুরো