দ্রুততম সময়ে পরিবহন সেবা, ঘুরে দাঁড়িয়েছে চীনের গ্রামীণ অর্থনীতি
“সাধারণত প্রতি বছরের আগস্ট মাসে কৃষিপণ্য পরিবহনের পরিমাণ অনেক বেড়ে যায়। কাজেই বলা যায় এই খাতে পরিবহনের চাপ ১০ শতাংশ পর্যন্ত বেশি হয়। এই সূচকই বলে দেয়, কৃষি উৎপাদনের প্রবৃদ্ধি গেল কয়েক বছরের মধ্যে অনেক বেশি।“
এদিকে, প্রযুক্তির বিকাশে পাল্টে গেছে কাজের ধরন, যোগ করেছে নতুন মাত্রা। তাইতো পার্সেল সার্ভিসেও ফিরেছে গতি। সময়ের সঙ্গে তালি মিলিয়ে হাজার হাজার প্যাকেটে ভরা মালামাল প্রক্রিয়াকরণ করা হচ্ছে যন্ত্রের সহযোগিতায়।
ছ্যাং লিছিয়াং, ভাইস প্রেসিডেন্ট, চায়না পোস্ট গ্রুপ কোম্পানি লিমিটেড
“এক ঘণ্টা সময় বাচানো মানে আমাদের কার্যক্রমে গতি পাওয়া এবং যন্ত্রপাতি ব্যবহারজনিত ব্যয় কমানো। এর ফলে আমাদের যে জনশক্তি তার দক্ষতা বাড়ে এবং পুরো পোস্টাল সার্ভিস নেটওয়ার্কের সেবার মান বাড়ে।“
কৃষি উৎপাদন ও নির্দিষ্ট গন্তব্যে কৃষি পণ্য পৌছে দেওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে গড়ে তোলা হয়েছে দেশব্যাপী মালামাল পরিবহনের এক বিশাল নেটওয়ার্ক। চায়না পোস্ট বলছে, চীনের অন্তত ২ হাজার কাউন্টি পর্যায় এবং ১০০টি শহরের মধ্যে বিস্তৃত হয়েছে এক রাতের ব্যবধানে পণ্য পরিবহনের সুযোগ।