বাংলা

দ্রুততম সময়ে পরিবহন সেবা, ঘুরে দাঁড়িয়েছে চীনের গ্রামীণ অর্থনীতি

CMGPublished: 2022-10-20 20:11:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনের কৃষি অর্থনীতির প্রাণ গ্রাম। উৎপাদন যেমন অর্থনীতির অন্যতম নিয়ামত, তেমন উৎপাদিত সেই ফসল নির্দিষ্ট গন্তব্য পৌছে দেওয়ার উপর নির্ভর করে এর মূল্যসংযোজন। তাই চীনের প্রান্তিক পর্যায় পর্যন্ত পরিবহন সুবিধার এক বিপ্লব এনে দিয়েছে চীন সরকার। বিশেষ করে জনপ্রিয়তা পেয়েছ ১ রাতের ব্যবধানে নির্দিষ্ট গন্তব্যে পণ্য পৌছানোর দ্রুততম সেবা।

নিজের উৎপাদিত ফসলের ভালো দাম কে না পেতে চায়। কিন্তু তারজন্য প্রয়োজন গ্রাহকের কাছে ভালোভাবে পণ্য পৌছে দেওয়া।

গ্রামে উৎপাদিত তাজা ফল ও কৃষি পণ্য শহরে পাঠানোর এক প্রধান প্রতিবন্ধকতা ভালো পরিবহন ব্যবস্থা। এ নিয়ে কৃষকদের নানা দুশ্চিন্তা থাকলেও প্রযুক্তির বিকাশে তা এখন অনেকটাই সহজ।

লিন সুয়েউ, দলের শাখা সম্পাদক, দাশান অঞ্চল

“আমাদের ধারণা, এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে এখান থেকে অন্তত সাড়ে ১২ হাজার কেজি ফল বিক্রি করতে পারবো।“

চীনের রাষ্ট্রীয় ডাক পরিবহন ব্যুরোর তথ্য বলছে চলতি বছরের আগস্ট মাসে গ্রামাঞ্চলে মালামাল পরিবহনের পরিমাণ বেড়েছে। আগস্ট মাসে গ্রামাঞ্চল থেকে মালামাল পরিবহন হয়েছে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি।

পূর্ব চীনের ঝেচিয়াং প্রদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এখন পৌছে গেছে মালামাল পরিবহন সেবা। এখানে উৎপাদিন নানা রকমের ফলমূল প্যাকেট করে শহরের গ্রাহকদের দোরগোড়ায় পাঠানো হয় সরকারি প্রতিষ্ঠান চায়না পোস্টের মাধ্যমে। বিশেষ করে এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ গ্রামে এ সেবা পৌছে গেছে। পরিসংখ্যান বলছে, আগস্ট মাসে সংস্থার বাণিজ্যের পরিমাণ বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ হারে।

লিউ চিয়াং, উপপরিচালক, স্টেট পোস্ট ব্যুরো

“সাধারণত প্রতি বছরের আগস্ট মাসে কৃষিপণ্য পরিবহনের পরিমাণ অনেক বেড়ে যায়। কাজেই বলা যায় এই খাতে পরিবহনের চাপ ১০ শতাংশ পর্যন্ত বেশি হয়। এই সূচকই বলে দেয়, কৃষি উৎপাদনের প্রবৃদ্ধি গেল কয়েক বছরের মধ্যে অনেক বেশি।“

এদিকে, প্রযুক্তির বিকাশে পাল্টে গেছে কাজের ধরন, যোগ করেছে নতুন মাত্রা। তাইতো পার্সেল সার্ভিসেও ফিরেছে গতি। সময়ের সঙ্গে তালি মিলিয়ে হাজার হাজার প্যাকেটে ভরা মালামাল প্রক্রিয়াকরণ করা হচ্ছে যন্ত্রের সহযোগিতায়।

ছ্যাং লিছিয়াং, ভাইস প্রেসিডেন্ট, চায়না পোস্ট গ্রুপ কোম্পানি লিমিটেড

“এক ঘণ্টা সময় বাচানো মানে আমাদের কার্যক্রমে গতি পাওয়া এবং যন্ত্রপাতি ব্যবহারজনিত ব্যয় কমানো। এর ফলে আমাদের যে জনশক্তি তার দক্ষতা বাড়ে এবং পুরো পোস্টাল সার্ভিস নেটওয়ার্কের সেবার মান বাড়ে।“

কৃষি উৎপাদন ও নির্দিষ্ট গন্তব্যে কৃষি পণ্য পৌছে দেওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে গড়ে তোলা হয়েছে দেশব্যাপী মালামাল পরিবহনের এক বিশাল নেটওয়ার্ক। চায়না পোস্ট বলছে, চীনের অন্তত ২ হাজার কাউন্টি পর্যায় এবং ১০০টি শহরের মধ্যে বিস্তৃত হয়েছে এক রাতের ব্যবধানে পণ্য পরিবহনের সুযোগ।

Share this story on

Messenger Pinterest LinkedIn