বাংলা

দ্রুততম সময়ে পরিবহন সেবা, ঘুরে দাঁড়িয়েছে চীনের গ্রামীণ অর্থনীতি

CMGPublished: 2022-10-20 20:11:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনের কৃষি অর্থনীতির প্রাণ গ্রাম। উৎপাদন যেমন অর্থনীতির অন্যতম নিয়ামত, তেমন উৎপাদিত সেই ফসল নির্দিষ্ট গন্তব্য পৌছে দেওয়ার উপর নির্ভর করে এর মূল্যসংযোজন। তাই চীনের প্রান্তিক পর্যায় পর্যন্ত পরিবহন সুবিধার এক বিপ্লব এনে দিয়েছে চীন সরকার। বিশেষ করে জনপ্রিয়তা পেয়েছ ১ রাতের ব্যবধানে নির্দিষ্ট গন্তব্যে পণ্য পৌছানোর দ্রুততম সেবা।

নিজের উৎপাদিত ফসলের ভালো দাম কে না পেতে চায়। কিন্তু তারজন্য প্রয়োজন গ্রাহকের কাছে ভালোভাবে পণ্য পৌছে দেওয়া।

গ্রামে উৎপাদিত তাজা ফল ও কৃষি পণ্য শহরে পাঠানোর এক প্রধান প্রতিবন্ধকতা ভালো পরিবহন ব্যবস্থা। এ নিয়ে কৃষকদের নানা দুশ্চিন্তা থাকলেও প্রযুক্তির বিকাশে তা এখন অনেকটাই সহজ।

লিন সুয়েউ, দলের শাখা সম্পাদক, দাশান অঞ্চল

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn