প্রথমবারের মতো ঢাকা-কুয়াংচৌ রুটে বিমানের ফ্লাইট
চীনের সঙ্গে আগে কার্গো ফ্লাইট চলাচল করলেও, এবারই প্রথম যাত্রী পরিবহন শুরু করলো বিমান। যাত্রীরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় যে দুয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করেছে তা ছিলো অনেক ব্যয়বহুল। বর্তমানে বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল শুরুর পর কমেছে টিকিটের দামও।
চীনা নাগরিক ও বিমানের প্রথম ফ্লাইটের যাত্রী
“আমরা শানতোং প্রদেশের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কোম্পানি থেকে এখানে এসেছি। বাংলাদেশেও আমরা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ করছি। আজ আমরা বাড়ি ফিরছি, খুব ভালো লাগছে।“
ঢাকা থেকে চীনের কুয়াংচৌ বিমান বন্দর পর্যন্ত সরাসরি এই ফ্লাইট চলাচল উদ্বোধন উপলক্ষে বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-কুয়াংচৌ ফ্লাইট চালুর ফলে বাংলাদেশের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চীনে যাতায়াতের সমস্যা দূর হবে। করোনা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় কিছু বাধা আছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটের সংখ্যা আরো বাড়বে, বাড়ানো হবে রুটের সংখ্যাও।