প্রথমবারের মতো ঢাকা-কুয়াংচৌ রুটে বিমানের ফ্লাইট
মোঃ মাহবুব আলী, প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
“বাংলাদেশের যে ব্যবসা-বাণিজ্য চীনের সঙ্গে, বেশি সংখ্যক ব্যবসায়ী কুয়াংচৌতে যাওয়া আসা করে। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কুয়াংচৌ ছাড়াও অন্যান্য শহরেও আমাদের ব্যবসা-বাণিজ্যের উভয় দেশেরই লোকজনের যাতায়াত আছে। আমাদের বিভিন্ন এলাকায় অনেক চীনা শিল্প কারখানা আছে, বড় বড় শিল্প কারখানা। সেখানে চীনা বিপুল সংখ্যক লোক কাজ করে। সুতরাং আজকের ফ্লাইট যোগাযোগের ক্ষেত্রে এক ভিন্ন মাত্রা যোগ করবে।“
বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা শুরু করে বিমানের প্রথম ফ্লাইট। সকাল ১১ টায় ২২৯ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় উড্ডয়ন করে ফ্লাইট বিজি-৩৬৬। বিমানের পক্ষ থেকে বলা হয়, প্রতিমাসের শেষ বৃহস্পতিবার ঢাকা থেকে চীনের কুয়াংচৌ এর উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।