প্রথমবারের মতো ঢাকা-কুয়াংচৌ রুটে বিমানের ফ্লাইট
সাজিদ রাজু, ঢাকা: প্রথমবারের চীনের সঙ্গে যাত্রীবাহী ফ্লাইট চলাচল পরিচালনা শুরু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার ২২৯জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চীনের কুয়াংচৌ বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানের প্রথম ফ্লাইট। এর ফলে বাংলাদেশী শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চীনের সঙ্গে যোগাযোগের সমস্যার সমাধান হবে বলে মনে করেন বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। আপাতত মাসে একটা ফ্লাইট চললেও সামনের দিনগুলোতে রুট ও ফ্লাইট বাড়ানোর আশ্বাস দেন তিনি।
কোভিডে বন্ধ ছিলো যোগাযোগ, বন্ধ ছিলো স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ। তাই বিমানবন্দরে বসেও দীর্ঘ প্রতীক্ষার ছাপ প্রতিটি যাত্রীর চোখেমুখে।
অবশেষে বৃহস্পতিবার শেষ হয় অপেক্ষার পালা। গেল ২৫ জুলাই চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর শুরু হলো কুয়াংচৌ-ঢাকা সরাসরি বিমান চলাচল। দীর্ঘ দিন দেশে ফেরার সুযাগ পেয়ে খুশি এই ফ্লাইটের যাত্রীরা।
“আমার খুবই ভালো লাগছে। কারণ, আমি আমার বোন ও পরিবারের কাছে ফিরতে পারছি। আশা করি তাদের সঙ্গে আনন্দ সময় কাটাতে পারবো। করোনার কারণে বহুদিন তাদেরকে কাছে পাইনি, এখানে থাকতে হয়েছে। কাজেই মনে হয় এই ফ্লাইটটি আমাদের খুবই কাজে আসছে।“